ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

সালাউদ্দিনের কাঠগড়ায় কাবরেরা

স্পোর্টস রিপোর্টার
২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার
mzamin

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বে ভালো ফল পেতে সব চেষ্টাই করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিদেশি কোচিং স্টাফদের সঙ্গে বিদেশি উন্নত প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। তারপরেও ফলাফলটা মনঃপূত হচ্ছে না। এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্বে চার ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই চার ম্যাচে তিন হারের বিপরীতে জামালদের ড্র একটি। ঘরের মাঠে এক লেবানন ছাড়া কারও বিরুদ্ধে মনভরানো ফুটবল খেলতে পারেনি জামাল-তপুরা। প্রায় প্রতিটি ম্যাচে ফুটে উঠেছে রক্ষণের দৈন্যদশা। রক্ষণের ভুলের কারণেই অস্ট্রেলিয়ার সঙ্গে ৭-০ গোলে হারের পর ফিলিস্তিনের কাছে ৫ গোলে হেরেছে বাংলাদেশ। সবশেষ ঘরের মাঠে ১০ জনের ফিলিস্তিনির সঙ্গে পেরে ওঠেনি কাবরেরার শিষ্যরা। এতেই বেজায় চটেছেন বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন।

বিজ্ঞাপন
দলের ছন্নছাড়া পারফরমেন্সে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন হেড কোচ হাভিয়ার কাবরেরাকে। টানা ব্যর্থতায় কোচিং প্যানেলেও পরিবর্তনের আভাস দিয়েছেন বাফুফে বস। 
ফিলিস্তিনের আগের ম্যাচের ২৮ সদস্যের দল নিয়ে সৌদি আরবে দুই সপ্তাহের ক্যাম্প করেছেন কাবরেরা। সেখানে সুদানের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে বাংলাদেশ। এরপরেও কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামার আগের দিনও ২৩ সদস্যের স্কোয়াড দিতে পারেননি কাবরেরা। প্রাথমিক স্কোয়াড থেকে পাচ জনকে বাদ দিতেই গলদঘর্ম অবস্থা হয়েছিল এই স্প্যানিশ কোচের। ঢাকার ম্যাচেও একই কাণ্ড করেছেন কোচ। তারওপর কুয়েতে কোচের পরিকল্পনায় ভুল দেখছেন সালাউদ্দিন। দলে সেন্টারব্যাক শাকিল হোসেন থাকার পরেও এই পজিশনে তপু বর্মণের সঙ্গে বিশ্বনাথ ঘোষকে খেলিয়েছেন কাবরেরা। রাইটব্যাক পজিশন ছেড়ে  সেন্টারব্যাকে মোটেও স্বস্তিতে ছিলেন না বিশ্বনাথ। ম্যাচে তার মাসুল দিয়েছে বাংলাদেশ। ওই ম্যাচের কথা টেনে সালাউদ্দিন বলেন, ‘ ওই ম্যাচে কোচ কিভাবে বিশ্বনাথকে ওর পজিশন ছেড়ে অন্য পজিশনে খেলালো। একটা পজিশন হেরফের করার মাসুল দিতে হয়েছে আমাদের। কিংস অ্যারেনাতেও পরিকল্পনার ঘাটতি ছিল।’ এসব বিষয় নিয়ে দ্রুতই কোচের সঙ্গে কথা বলবেন জানিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমি ফুটবল খেলেছি এবং কোচিংও করিয়েছি। তাতে বুঝতে পেরেছি ম্যাচে টেকটিক্যাল ভুল রয়েছে। সেইসঙ্গে আমাদের ফুটবলার যে গোল মিস করেছে, এই গোল মিস করলে কোনোদিনও আন্তর্জাতিক ম্যাচে জিতবে না। ম্যানেজমেন্টের ভুলের কারণেই আমরা এই দুইটা ম্যাচ হারলাম। এই বিষয়ে আমি কোনো উত্তর দেব না, কোচই আপনাদের উত্তর দেবে।’ কিংস অ্যারেনায় ম্যাচের ৮৩তম মিনিটে মিতুল মারমা ইনজুরিতে পড়লে জিকোকে রেখে শ্রাবণকে মাঠে নামান কোচ কাবরেরা। এতেও চটেছেন সালাউদ্দিন। এদিকে ম্যাচের ম্যাচ অনুপস্থিত থাকছেন ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। কমিটির অন্য সদস্যদেরও মাঠে দেখা মেলে না। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি বাফুফে সভাপতি। তিনি শুধু জানালেন সবকিছু নিয়ে তিনি দ্রুতই বসবেন। সেখানে সকল বিষয় থাকবে।’ জাতীয় দলের আপাতত ম্যাচ নেই। ফিলিস্তিনের সঙ্গে হোম ম্যাচ শেষে এরইমধ্যে ফুটবলাররা চলে গেছেন যার যার ক্লাবে। আগামী ৬ই জুন কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়া ও ১১ই জুন লেবাননের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলবে বাংলাদেশ।  

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status