ঢাকা, ১০ মে ২০২৪, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

ভারত

‘আমাকে বাঁচান, স্যার, আমি বিক্রি হতে চাই না’

মানবজমিন ডিজিটাল

(৩ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার, ৮:২৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

ভারতের ছত্তিশগড় রাজ্যের এক ব্যক্তি তার স্ত্রীকে উদ্ধার করতে পুলিশের সাহায্য চেয়েছেন। তিনি দাবি করেছেন যে তাঁর স্ত্রীকে ওমানে তার নিয়োগকর্তা বন্দী করে রেখেছে। যোগী মুকেশের স্ত্রী দীপিকা ওমানে গিয়েছিলেন রাঁধুনি হিসেবে কাজ করতে। মুকেশের অভিযোগ, ২ থেকে ৩ লক্ষ টাকা মুক্তিপণ না দিলে ছাড়বে না বলেছে। এই অবস্থায়, স্ত্রীকে মুক্ত করতে তিনি জেলা পুলিশ এবং খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহায্য চেয়েছেন। দুর্গের অতিরিক্ত পুলিশ সুপার (শহর) অভিষেক ঝা বলেছেন, যোগী মুকেশের কাছ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে যে তিনি তার স্ত্রীর সাথে যোগাযোগ করতে সক্ষম হননি যিনি কাজের জন্য ওমানে গিয়েছিলেন। 

পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পুলিশ কেন্দ্রের কাছে যাবে। দুর্গ জেলার বাসিন্দা মুকেশ পিটিআইকে জানিয়েছেন যে তাঁর স্ত্রী দীপিকা গত মার্চে ওমানে গিয়েছিলেন রান্নার কাজ করতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও আবেদন জানিয়েছেন তিনি। যোগী মুকেশ জানিয়েছেন তিনি ভিলাইয়ের (দুর্গ) খুরসিপারের এক ব্যক্তির মাধ্যমে হায়দ্রাবাদের একজন এজেন্ট আবদুল্লাহর সংস্পর্শে আসেন। এজেন্ট কেরালা থেকে ওমানে তার যাত্রার সুবিধা করে দিয়েছিলো। 

মুকেশের অভিযোগ -''আমাদের  প্রাথমিকভাবে জানানো হয়েছিল যে আমার স্ত্রী সেখানে একটি বাড়িতে রান্নার কাজ করবে, কিন্তু তাকে ঘরের কাজ করতে বাধ্য করা হয়েছিল এটি ৬-৭ মাস ধরে চলতে থাকে। আমি তাকে মানিয়ে নিতে বলেছিলাম।  সম্প্রতি দীপিকাকে তার নিয়োগকর্তা লাঞ্ছিত করেছেন। পরবর্তীকালে, আমি তার নিয়োগকর্তা, একজন নারীর  সাথে ফোনে কথা বলেছিলাম এবং তাকে আমার স্ত্রীকে ফেরত পাঠাতে বলেছিলাম কিন্তু আমার স্ত্রীর  মুক্তির পরিবর্তে  অর্থ দাবি করেছিল।' মুকেশ যোগ করেছেন -'' আমি পুলিশের কাছে অভিযোগ করেছি। আমি প্রধানমন্ত্রী স্যারের কাছে আমার স্ত্রীর ভারতে প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য আবেদন করছি।" মুকেশ তার স্ত্রীর একটি ভিডিও শেয়ার করেছেন যাতে তিনি দাবি করেছেন যে তাকে ওমানে বন্দী করে রাখা হয়েছে। 

দীপিকা ওই ভিডিওতে বলেছেন -'' স্যার, আমার নাম দীপিকা এবং আমি ভিলাই (দুর্গ) এর বাসিন্দা। কেউ আমাকে এখানে মিথ্যা কথা বলে ফাঁদে ফেলেছে। আমি এখানে তালাবদ্ধ। আমাকে মারধর করা হয়েছে এবং লাঞ্ছিত করা হয়েছে। যখন আমি তাদের বাড়িতে যাওয়ার অনুমতি চেয়েছিলাম, তখন তারা টাকা চেয়েছিল। ২-৩ লক্ষ টাকা। তারা বলছে তারা আমাকে অন্য কারো কাছে বিক্রি করে দেবে। দয়া করে আমাকে বাঁচান, স্যার। আমি বিক্রি হতে চাই না। আমি যন্ত্রণায় ভুগছি। তারা আমাকে খুব নির্যাতন করে। ''

সূত্র :  wionews

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com