ঢাকা, ৭ মে ২০২৪, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

পাবনায় অগ্রণী ব্যাংকের ১০ কোটির বেশি টাকা উধাও

স্টাফ রিপোর্টার, পাবনা থেকে
২৭ এপ্রিল ২০২৪, শনিবার
mzamin

পাবনার অগ্রণী ব্যাংকের কাশিনাথপুর শাখার ভল্ট থেকে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা ওধাও হয়ে গেছে। এ ঘটনায় ওই ব্যাংকের প্রধান তিন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দিনভর নানা তথ্য-উপাত্ত সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদেরকে সাঁথিয়া থানায় নিয়ে আসে পুলিশ। আটককৃতরা হলো- সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর এলাকার মৃত জান বক্সের ছেলে ও ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আবু জাফর, সুজানগর দুর্গাপুর গ্রামের ও ব্যাংকের ব্যবস্থাপক হারুন বিন সালাম এবং বেড়ার নতুন ভারেঙ্গা গ্রামের মৃত সুশীল চক্রবর্তীর ছেলে ব্যাংকের ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী। সুব্রত টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অগ্রণী ব্যাংক রাজশাহী বিভাগীয় ও পাবনা আঞ্চলিক শাখা থেকে ৫ জন কর্মকর্তা বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আকস্মিক অডিটে কাশিনাথপুর শাখায় আসেন।  অডিট শেষে সেখানে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা আর্থিক অনিয়ম দেখতে পান। পরে তারা সাঁথিয়া থানাকে অবহিত করলে পুলিশ অভিযুক্ত তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পাবনা আঞ্চলিক শাখার উপ-মহাব্যবস্থাপক রেজাউল শরীফ বাদী হয়ে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন
সূত্র জানায়, বিভাগীয় অফিস থেকে ৫ সদস্যের অডিট টিম ব্যাংকে অডিট শুরু করেন। সেখানে দিনভর জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে নানা তথ্য- উপাত্ত সংগ্রহ করেন পুলিশসহ অডিট কর্মকর্তারা। পরে রাতে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, আটককৃতদের ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল আদালতে প্রেরণ করা হয়েছে। অর্থ আত্মসাৎ ও অন্যান্য বিষয়গুলো নিয়ে দুদক প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

পাঠকের মতামত

সবাই যে যেখান থেকে পারছে মেরে দিচ্ছে, হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে, তাহলে ব্যাংকে যারা চাকুরী করে তারা মেরে দিতে পারবে না তা কোন কিতাবে লেখা আছে হা ? বাংলাদেশে যা চলতেছে তাতে আরো অনেক আগে থেকেই সব ব্যাংকের টাকা ব্যাংকারদের মেরে দেওয়া উচিত ছিল, তার পরেও ধন্যবাদ যে কাজটি তারা শুরু তো করেছে !!!

গোলাম আজম
২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ১১:০০ পূর্বাহ্ন

১০ কোটি টাকা মাত্র। লক্ষ লক্ষ কোটি টাকা বেওয়ারিশ/হজম হয়ে গেছে/যাচ্ছে, খবর নেই।

বোদাই
২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ৭:৪৫ অপরাহ্ন

দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করছি

এএফএম শহীদ (ছাতারপা
২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ৩:২৮ অপরাহ্ন

খুব শক্ত করে পাহারা বসাও যাতে করে অন্ততঃ ব্যাংক খেতে না পারে।

Akbar Ali
২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ৯:১৮ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status