খেলা
বিপিএলে কার হাতে উঠলো কোন পুরস্কার?
স্পোর্টস ডেস্ক
(৯ মাস আগে) ১ মার্চ ২০২৪, শুক্রবার, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন
শেষ হলো বিপিএলের দশম আসর। এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। দেখে নেওয়া যাক কাদের হাতে উঠলো এবারের ব্যক্তিগত পুরস্কার -
বিপিএলের প্রাইজমানি:
প্লেয়ার অব দ্য ফাইনাল: ৫ লাখ টাকা
কাইল মায়ার্স – ১ উইকেট ও ৪৬ রান
বেস্ট ফিল্ডার অব দ্য টুর্নামেন্ট: ৩ লাখ টাকা
নাঈম শেখ – ৮ ক্যাচ
সর্বোচ্চ উইকেট শিকারি: ৫ লাখ টাকা
শরিফুল ইসলাম – ২২ উইকেট
সর্বোচ্চ রান সংগ্রাহক: ৫ লাখ টাকা
তামিম ইকবাল - ৪৯২ রান
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: ১০ লাখ টাকা
তামিম ইকবাল - ৪৯২ রান
এছাড়া চ্যাম্পিয়ন বরিশাল ২ কোটি আর রানার্সআপ কুমিল্লা পেয়েছে ১ কোটি টাকা।
অলরাউন্ডার পুরস্কার সাকিব আল হাসানকে দেওয়া হলে ভালো হতো
Show room সাকিব কে সান্ত্বনা পুরস্কার দেওয়া হউক,না হয় টুর্নামেন্টের সফল সমাপ্তি অসম্পূর্ণ থেকে যাবে।
সাকিব কি পাইছে?
প্রাইজমানি অনেক কম সব ক্ষেত্রে..