খেলা
এশিয়া কাপে ব্রোঞ্জ জিতলেন বিকেএসপি’র তপু-মেঘলা
স্পোর্টস রিপোর্টার
২৫ ফেব্রুয়ারি ২০২৪, রবিবারইরাকের বাগদাদে চলমান এশিয়া কাপ আরচারি স্টেজ ওয়ানে আরেকটি পদক জিতেছে বাংলাদেশ। শুক্রবার রিকার্ভ পুরুষ এককের ব্রোঞ্জ জেতেন হাকিম আহমেদ রুবেল। গতকাল কম্পাউন্ড মিশ্র দ্বৈতে ব্রোঞ্জ জিতেন তপু রায় ও মেঘলা রানী জুটি। ইরানের জুটিকে হারিয়ে এই ইভেন্টে সোনা জিতেছে ভারত। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে তপু ও মেঘলা হারিয়েছেন ইরাকের অভিজ্ঞ দুই আরচার ইসহাক আল দাগমান ও ফাতিমা সাদ আলমাসদানি জুটিকে। ইরাকি আরচার তারা হারিয়েছেন ১৪৮-১৪৫ পয়েন্টের ব্যবধানে। তপু ও মেঘলা দুজনেই বিকেএসপির আরচার। তপু এর আগে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিলেও কোনও পদক জিততে পারেননি। তবে মেঘলা প্রথমবারের মতোই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতলেন পদক। আজ দুটি ইভেন্টে ফাইনাল খেলবে বাংলাদেশ। রিকার্ভ মিশ্র দলগত বিভাগে দিয়া সিদ্দিকীর ও সাগর ইসলাম ফাইনালে ভারতের জুটির মুখোমুখি হবেন। রিকার্ভ দলগত ইভেন্টের ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এই দলে বাংলাদেশের হয়ে খেলছেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও হাকিম আহমেদ রুবেল।