খেলা
প্রিমিয়ার লীগে টানা দ্বিতীয় জয় ফর্টিজের
স্পোর্টস রিপোর্টার
২৫ ফেব্রুয়ারি ২০২৪, রবিবারপ্রিমিয়ার লীগে টানা দ্বিতীয় জয় পেয়েছে ফর্টিজ এফসি। গতকাল মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। জয়ী দলের হয়ে গাম্বিয়ান ওমর সার একটি গোল করেন। বাকি গোলটি হয় আত্মঘাতী। এ নিয়ে লীগে তৃতীয় জয় পেলো ফর্টিজ। এই জয়ে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে উঠে এলো করপোরেট এই দলটি। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে চট্টলার দলটি। রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে দশজন নিয়েও কলম্বিয়ান ফরোয়ার্ড গার্সিয়া ইদিসের হ্যাটট্রিকের সুবাদে ব্রাদার্সকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। লীগে গার্সিয়া দ্বিতীয় হ্যাটট্রিকম্যান। এর আগে এই ব্রাদার্সের বিপক্ষেই প্রথম হ্যাটট্রিক করেছিলেন শেখ রাসেলের ফরোয়ার্ড ল্যান্ডি এনডিকুমানা। পুলিশের হয়ে বাকি গোলটি করেন শাহ কাজেম। গোপীবাগের দলটির হয়ে এক গোল শোধ দেন রাহুল হোসেন। ৮৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পুলিশের মিঠু ভূঁইয়া। এই জয়ে নয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সপ্তমস্থানে পুলিশ। সমান ম্যাচে মাত্র তিন পয়েন্ট নিয়ে তলানীতেই থাকল ব্রাদার্স।