বাংলারজমিন
‘সরকার দেশের মৎস্য খাতকে সমৃদ্ধ করেছে’
লালমোহন (ভোলা) প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৪, রবিবারভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মৎস্যজীবীদের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যার ফলে বর্তমানে দেশের মৎস্য খাত অনেক সমৃদ্ধ। এ জন্যই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছেন মৎসজীবীরা।
গতকাল বিকালে ভোলার লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ধলীগৌরনগর ইউনিয়নের বাতিরখাল মৎস্যঘাটে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এমপি শাওন বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নিচ্ছেন। কোনো ষড়যন্ত্র করে দেশের চলমান এই উন্নয়ন-অগ্রযাত্রা থামানো যাবে না। কারণ শেখ হাসিনার সঙ্গে দেশের জনগণ রয়েছে। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ মৎস্যজীবী ও স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।