বাংলারজমিন
বিয়ানীবাজারে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলো রফি চৌধুরী ফাউন্ডেশন
অনলাইন ডেস্ক
(১১ মাস আগে) ২২ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ১০:৪৪ অপরাহ্ন

সিলেটের বিয়ানীবাজারের দক্ষিণ দুবাগ গ্রাম থেকে দুবাগ বাজার পর্যন্ত দুই কিলোমিটার গ্রামীণ সড়ক ছিল ভাঙাচোরা ও খানাখন্দক। কোথাও কোথাও ছিল বড় বড়। এতে বৃষ্টির পানি জমে তৈরি হয় ছোট পুকুর। দীর্ঘদিন ধরে এই ভাঙাচোরা সড়কে ভোগান্তি পোহাচ্ছিল এলাকাবাসী। চলাচলের ভোগান্তির পাশাপাশি যানবাহনও দুর্ঘটনায় শিকার হয়। এলাকাবাসীর দুর্ভোগ দেখে এই ভাঙাচোরা সড়ক সংস্কারে উদ্যোগ নেয় রফি চৌধুরী ফাউন্ডেশন। সংগঠনটির পক্ষ থেকে গত কয়েকদিন ধরে দুই কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে ট্রাক দিয়ে ইট, বালু ও কংক্রিট ফেলে গর্ত ভরাট করা হয়। অনেক স্থানে গাইডওয়ালের কাজ করা হচ্ছে। এতে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হয়েছে। দুবাগ গ্রামের বাসিন্দা সাইফুল বলেন, দুবাগ বাজার থেকে দক্ষিণ দুবাগ এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা ভাঙাচোরা হওয়ায় আমরা এতদিন ভোগান্তিতে পোহাচ্ছিলাম। সড়কটি সংস্কার হওয়ায় এলাকাবাসীর কষ্ট কমেছে।
রফি চৌধুরী ফাউন্ডেশনের কর্ণধার লন্ডন প্রবাসী রফি আহমেদ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরেই রফি চৌধুরী ফাউন্ডেশন আর্থ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এলাকাবাসীর দুর্ভোগের কথা শুনে রাস্তাটির সংস্কারের উদ্যোগ নেই। পর্যায়ক্রমে বিয়ানীবাজারের যেসব রাস্তাঘাট ভাঙাচোরা সেগুলো সংস্কারের উদ্যোগ নেব।