ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে সব ফরম্যাটেই ‘ছুটি’ সাকিবের

স্পোর্টস রিপোর্টার
২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবারmzamin

সাকিব আল হাসান, চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। তার নেতৃত্বে দলটি সবার আগে নিশ্চিত করেছে প্লে- অফে খেলা। শুরুতে ছন্দে না থাকলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়ান সাকিব। ব্যাট হাতে ১১ ম্যাচের ৯ ইনিংসে করেছেন ২৪৯ রান আর বল হাতে শিকার ১৬ উইকেট। যা কিনা এখন পর্যন্ত উইকেট শিকারের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ। এক কথায় বিশ্বসেরা এই অলরাউন্ডার যথারীতি খেলছেন নিজের সেরাটাই। অথচ আসর শুরু করেছিলেন চোখের সমস্যা ও ইনজুরি নিয়ে। বিপিএলের শুরুতে  খেলা রেখেই সিঙ্গাপুরে গিয়েছিলেন চোখের চিকিৎসার জন্য। তবে সব শঙ্কা কাটিয়ে বিপিএলের দারুণ পারফরম্যান্স বলছে তিনি এখন ফিট। কিন্তু অন্যদিকে ইনজুরি আর চোখের সমস্যার কারণে খেলতে পারছেন না জাতীয় দলে! শুরুতে জানা গিয়েছিল ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না। এবার জানা গেল টেস্টেও খেলবেন না তিনি। হয়তো বিষয়টা আগেই জানতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাই তিন ফরম্যাটেই সাকিবকে বাদ দিয়ে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক ঘোষণা করেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। অন্যদিকে সাকিব যে টেস্টও খেলতে পারবেন না তা একটু দেরিতে হলেও আনুষ্ঠানিক ভাবে জানিয়েছেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। কারণটা অবশ্য পুরনো চোখের সমস্যা আর ইনজুরি! যা নিয়ে বিপিএলে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছেন সাকিব। এ নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘সে ফর্মেই ছিল তবে তার চোখে একটা সমস্যা ছিল তার জন্য একটা সমস্যা হচ্ছিল। কিন্তু সেটা সাময়িক, আশা করি সে যেহেতু এখানে ব্রেক নিয়েছে শ্রীলঙ্কা সিরিজের জন্য।’

তিন ফরম্যাট থেকেই বিসিবি’র কাছে ছুটি নিয়েছেন সাকিব। তাই শ্রীলঙ্কা সিরিজে মাঠের বাইরে থাকবেন তিনি। জাতীয় দলের সাবেক অধিনায়ক সবশেষ বাংলাদেশের জার্সিতে খেলেছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপে। জাতীয় দলের হয়ে না খেললেও বিপিএলে ঠিকই মাঠ মাতাচ্ছেন সাকিব। যদিও চোখের সমস্যার কারণে টুর্নামেন্টের শুরুর দিকে বেশ ভুগেছেন তিনি। তবে সময় যত গড়িয়েছে ততই চেনা রূপে ফিরে এসেছেন তিনি। এরপরও কেন জাতীয় দলে খেলবেন না তা নিয়ে প্রশ্ন থাকছেই! অন্যদিকে বিপিএলে সাকিব-তামিমের দ্বৈরথ ইনজয় করেন বলেও জানিয়েছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান। জালাল ইউনুস বলেন, ‘আপনারা তো চান থ্রিলিং কিছু একটা হোক। ভালোই লেগেছে, আমি পরে দেখেছি কারণ আমি কিছু কিছু খেলা মিস করেছিলাম।’  এছাড়াও তামিম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা সেই বিষয়ে বিপিএল শেষে বাঁহাতি এ ব্যাটারের সঙ্গে বিসিবি বসবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট বলেছেন আমাদের সঙ্গে আমাকে এবং আরও কয়েকজনকে বলেছেন যে আমাদের সঙ্গে বসার জন্য। আর বেশিদিন নাই বিপিএল খেলার। বিপিএলটা শেষ হলে তার সঙ্গে বসবো। আজকে দেখেন শান্ত খারাপ খেলছে কিন্তু সে ক্লাস প্লেয়ার।’ 

শান্ততেই আস্থা রাখছে বিসিবি
গত বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে চলতি বিপিএলে হাসছে না তার ব্যাট। ইতিমধ্যে ১১ ম্যাচ খেলে ১২.৩৬ গড়ে করেছেন মাত্র ১৩৬ রান। তবে তার ফর্ম নিয়ে কোনও চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের বিশ্বাস আন্তর্জাতিক সিরিজ শুরু হলেই ভালো করবেন বাঁহাতি ব্যাটার ও বাংলাদেশ দলের তিন ফরম্যাটের নয়া অধিনায়ক। শান্তকে নিয়ে জালাল ইউনুস বলেন, ‘ক্রিকেট এমন একটা খেলা, একটা সিজন খারাপ যাবে পরের সিজনে আবার ভালো খেলবে। এই ওঠা-নামাটা থাকে, এর মানে এই না যে তার ফর্ম নাই। আজকে হয়তো দেখেন শান্ত খারাপ করছে কিন্তু সে ক্লাস প্লেয়ার। যখন আন্তর্জাতিক সিরিজ শুরু হবে তখন দেখবেন সে ফর্মে ফিরেছে।’ 

কোচ নিয়ে ধোঁয়াশা
অন্যদিকে গুঞ্জন রয়েছে বাংলাদেশের সাবেক প্রধান কোচ স্টুয়ার্ট ল’ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পাচ্ছেন। কিন্তু এই নিয়ে এখনো বিসিবি কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। বাংলাদেশ দলে সর্বশেষ ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করেন নিক পোথাস। তবে ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন এ প্রোটিয়া কোচ। বিশ্বকাপের পর বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেন প্রোটিয়া কোচ অ্যালান ডোনাল্ড। গতকাল বিসিবি’র ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসও খোলাসা করলেন না কে হচ্ছেন বাংলাদেশ দলের বোলিং ও ব্যাটিং কোচ! তিনি বলেন, ‘নাম তো অফিসিয়াল ডিজক্লোজ করতে পারবো না। ঠিক হয়ে গেছে আমরা করেছি। কিন্তু যেহেতু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে ওদের সঙ্গে এখন নেগোসিয়েশন চলছে পার্টিকুলারলি কোনও ব্যাটিং অ্যান্ড বোলিং কোচ হবে এটা আপনারা দুই একদিনের মধ্যে জানতে পারবেন। এই মুহূর্তে ডিজক্লোজ করা ভেরি ডিফিকাল্ট।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status