বাংলারজমিন
নোয়াখালীতে অবৈধ ক্যাবল অপারেটর ব্যবসায়ীদের জরিমানা
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবারনোয়াখালীতে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বসত বাড়িতে অবৈধভাবে ক্যাবল ও ফিড অপারেটর ব্যবসা করায় রাজস্ব আদায়ের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার বেগমগঞ্জ উপজেলায় রসুলপুর ইউনিয়নের জমিদারহাট বাজারে অবৈধ ক্যাবল ও ফিড অপারেটরের বিরুদ্ধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে লাইন্সেস ছাড়া অবৈধভাবে ফিড অপারেটর পরিচালনা করার দায়ে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের জমিদার হাট বাজারের “চেরাগ আলী ক্যাবল নেটওয়ার্ক” কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, বাংলাদেশ টেলিভিশনের নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স ইন্সপেক্টর আকরাম-উল ইসলাম। তিনি মানবজমিনকে জানান, রাজস্ব আদায়ে আগামীতেও তাদের এই অভিযান অব্যাহত থাকবে।