রাজনীতি
জামিনে কারামুক্ত গণঅধিকার নেতা উজ্জ্বল
স্টাফ রিপোর্টার
(৯ মাস আগে) ২২ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ৮:০৮ অপরাহ্ন
৩ মাস ২৩ দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন গণঅধিকার পরিষদের সহ-দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান উজ্জ্বল। বৃহস্পতিবার দুপুর ১২টায় কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি জানান, গত ১১ই ফেব্রুয়ারি তিনি হাইকোর্ট থেকে উজ্জল জামিন পান।
হাইকোর্ট বিভাগে মোখলেছুর রহমান উজ্জ্বলের পক্ষে ফাইলিং আইনজীবী ছিলেন গণঅধিকার পরিষদ-এর উচ্চতর পরিষদের সদস্য এড. নুরে এরশাদ সিদ্দিকী। এছাড়াও আসামীপক্ষে আইনজীবী ছিলেন গণঅধিকার পরিষদ-এর সহ-সভাপতি এড. গোলাম সারোয়ার খান জুয়েল, আইন সম্পাদক এড. শেখ শওকত হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. খালিদ হোসেন, সহ-আইন সম্পাদক এড. হাবিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত বছরের ১লা নভেম্বর গণঅধিকার পরিষদের কর্মসূচি শেষে ফেরার পথে উজ্জলকে পুলিশ তুলে নিয়ে যায়। এরপর তাকে হাতিরঝিল থানায় বিস্ফোরক মামলায় আটক দেখায় পুলিশ।