ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

অনলাইন

স্লুইস গেটগুলো খুলে দিয়ে ভারত রাজনৈতিক অপরাধ করেছে: জাফরুল্লাহ

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার, ৩:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:০৩ অপরাহ্ন

mzamin

গজল ডোবার সব স্লুইস গেটগুলো খুলে দিয়ে ভারত রাজনৈতিক অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, অন্যায় হলো গজল ডোবার সব স্লুইস গেটগুলি আমাদেরকে না জানিয়ে অতর্কিত খুলে দেয়া। এইটা একটা রাজনৈতিক অপরাধ করেছে তারা। এটা আন্তর্জাতিক অপরাধ করেছে।'

বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে বন্যা, খরা ও পরিবেশ বিপর্যয় রোধে সরকারের ব্যর্থতা ও উদাসীনতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদ  এই সমাবেশের আয়োজন করে।

বাজেট প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে আমাদের প্রধানমন্ত্রী যে ভুলটা করছেন আমাদের বোকা বানাচ্ছেন। একটা বাজেট করেছেন সেখানে একটা শব্দ নেই কিভাবে গণতন্ত্র আসবে। কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে। উনারা এইটা দখল করে রাখবে। প্রতিটা ক্ষেত্রে ভুল। এখানে ক্ষুদ্রখামারী-শ্রমিক তার জন্য কোন বরাদ্দ নাই।

বিজ্ঞাপন
তার চাইতেও বড় কথা, বাংলাদেশে ১২-১৩ লক্ষ রোহিঙ্গা এসেছিলো। এখন হয়ে গেছে ২৫ লাখ। এবং আগামী ১০ বছরে এইটা আরও বাড়বে, তার জন্য কোন বরাদ্দ নাই। পরাষ্ট্র মন্ত্রণালয়ে বরাদ্দ কমেছে।

তিনি বলেন, একটা ভালো কাজ করেছে আমাদের পরিসংখ্যান বিভাগ আছে তার বাজেটা ৮০ ভাগ কেটে দিয়েছে। কারণ উনার খারাপ লাগছিলো আর কত মিথ্যা কথা বলা যায়। সে জন্য পরিসংখ্যানের বাজেটা কেটে দিয়েছে ৮০ ভাগ।

তিনি আরও বলেন, আইন বিভাগে আইন নাই, আলেমদের জামিন নাই। তাই আইন বিভাগে বাজেট কেটে দিয়েছে কারণ যেই বিচারপতিদের কোমরে জোর নাই মেরুদণ্ড সোজা না তাদেরকে পয়সা দিয়ে পেলে লাভ কি।

জনগণের অধিকার ফেরত পেতে রাজপথ দখল করে সরকারকে বাধ্য করতে হবে মন্তব্য করে ডা. জাফরুল্লাহ বলেন, আমাদের অধিকার ফেরত দিতে বাংলাদেশকে ১৫ থেকে ১৭টা প্রদেশে ভাগ করতে হবে। তাহলে দেখা যাবে এখানে যারা উপস্থিত আছে তাদেরও দু একজন মুখ্যমন্ত্রী হয়ে যাবে। তারা মুখ্যমন্ত্রী হলে নতুনত্ব দিবে। আমাদের সততা আনবে, উদাহরণ সৃষ্টি করবে। ঘুষ কমাবে দুর্নীতি কমাবে। তোমরাই আমাদের ভবিষ্যৎ। তোমাদের এই ভবিষ্যতের বিজয় পথে আমি তোমাদের সঙ্গে আছি। 
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status