বিনোদন
ইরানের জাতীয় পুরস্কার অর্জন
স্টাফ রিপোর্টার
২২ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার
জয়া আহসানের সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। ইরানের জাতীয় পুরস্কার জিতেছে জয়ার সিনেমা ‘ফেরেশতে’। প্রতি বছর ফজর চলচ্চিত্র উৎসবের পর, মানবাধিকার, শিক্ষা, পরিবেশ, দাতব্য কাজ ইত্যাদি বিভাগে ‘জাতীয় ইচ্ছার প্রতিফলন/বহিঃপ্রকাশ’ নামে সমাজের জন্য অনুকরণীয় চলচ্চিত্রগুলোকে জাতীয় পুরস্কার প্রদান করা হয়। ‘ফেরেশতে’র দুই অভিনেতা জয়া আহসান ও সুমন ফারুককেও ‘খয়র-ই-মান্দেগার’ স্মারক প্রদান করা হয়। ছবিটি পরিচালনা করেছেন মুর্তজা অতাশ জমজম।