ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

খেলা

হ্যাজার্ডের চোখে মেসি-রোনালদোর কেউই ‘গোট’ নন

স্পোর্টস ডেস্ক

(৬ মাস আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৬:৪৪ অপরাহ্ন

mzamin

ইতিহাসের সেরা ফুটবলার কে? প্রশ্নটি আসলেই ফুটবলপ্রেমীরা দুই ভাগ হয়ে যান। কারোর চোখে সর্বকালের সেরা লিওনেল মেসি। শ্রেষ্ঠ ফুটবলার হিসেবে কেউ পছন্দ করেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে দুই সুপারস্টারের কাউকেই গ্রেটেস্ট অব অলটাইম বা গোট মনে করেন না ইডেন হ্যাজার্ড।

এক যুগ ধরে ফুটবল বিশ্বকে শাসন করছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুই সুপারস্টার মিলে ভাগ করে নিয়েছেন মোট ১৩টি ব্যালন ডি’অর। তার মধ্যে রেকর্ড ৮ বার বর্ষসেরা হয়েছেন মেসি। ৫ বার খেতাবটি জিতেছেন রোনালদো। এক যুগ ধরে দুই মহাতারকার একচেটিয়া আধিপত্যের কারণেই ‘গোট’ বিতর্কে চলে আসে তাদের নাম। তবে হ্যাজার্ড গোট মানেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ এবং ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার জিনেদিন জিদানকে। হ্যাজার্ড বলেন, ‘(ব্যক্তি জীবনে) আমি মেসিকে বেশি অনুসরণ করি। কিন্তু আমার মতে, জিদান গ্রেটেস্ট।’

ক্লাব ক্যারিয়ারে মেসি ও রোনালদোর অর্জনের পাল্লা প্রায় সমান ভারি হলেও আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে মেসি। আর্জেন্টাইন সুপারস্টার জিতেছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং ফিনালিসিমা। রোনালদোর একমাত্র অর্জন ইউরো চ্যাম্পিয়নশিপ। দুজনের মধ্যে তুলনামূলক বিচারে হ্যাজার্ডের পছন্দ মেসিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার বলেন, ‘আমার মতে, মেসি সেরা। মেসি এমন একজন, যার আলোচনা করলেই ফুটবলটা চলে আসে।’ 

২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলেন ইডেন হ্যাজার্ড। ২০১৮ ছাড়েন রোনালদো। ২০২১ সালে বার্সেলোনা ছাড়েন মেসি। অর্থাৎ, রোনালদোর সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ না হলেও মেসির বিপক্ষে খেলেছেন হ্যাজার্ড। বেলজিক তারকা বলেন, ‘সবার আলাদা পছন্দ থাকবে। গোল স্কোরিং এবং শিরোপা জয়ে যেকোনো দলের প্রথম পছন্দ হতে পারেন রোনালদো। এই লোকটা ৩৯ বছর বয়সেও দুর্দান্ত। আমার তো মনে হয় ৫০ বছরেও এমন নৈপুণ্য দেখাবে।’
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status