বিশ্বজমিন
এএফপির রিপোর্ট
মিয়ানমারে তিনজন ব্রিগেডিয়ার জেনারেলের মৃত্যুদণ্ড
মানবজমিন ডেস্ক
(১১ মাস আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:০২ অপরাহ্ন

চীন সীমান্তের কাছে জাতিগত বিদ্রোহীদের জোট থ্রি ব্রাদারহুড এলায়েন্সের কাছে সেনাবাহিনীর আত্মসমর্পণ তদারকি করার দায়ে তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মৃত্যুদণ্ড দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা। সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, গত মাসে জাতিগত বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে হেরে যায় সেনাবাহিনী। ফলে তারা থ্রি ব্রাদারহুড এলায়েন্সের কাছে কয়েক শত সেনা সদস্য অস্ত্র সমর্পণ করে এবং শান রাজ্যের লাউক্কাই শহর হস্তান্তর করে। এ বিষয়টি তদারকি করেছিলেন ওই ব্রিগেডিয়ার জেনারেলরা। এর ফলে বিদ্রোহীদের হাতে বড় একটি ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারায় সেনাবাহিনী। কয়েক দশকের মধ্যে একে দেখা হয় মিয়ানমার সেনাবাহিনীর পরাজয়ের সবচেয়ে বড় ঘটনাগুলোর মধ্যে অন্যতম। এ ঘটনার পর সামরিক জান্তার সমর্থকদের মধ্যে তীব্র সমালোচনা হয় সেনাবাহিনীর সক্ষমতা নিয়ে। ওই আত্মসমর্পণের পর সেনা কর্মকর্তা ও সদস্যদেরকে ওই এলাকা ছেড়ে যাওয়ার অনুমতি দেয় ব্রাদারহুড।
একটি সামরিক সূত্র এএফপিকে বলেছেন, যাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তারা হলেন তিনজন ব্রিগেডিয়ার জেনারেল। এর একজন লাউক্কাই শহরের কমান্ডার। তাদেরকে এই শাস্তি দেয়ার বিষয়টি অন্য একটি সামরিক সূত্র নিশ্চিত করেছে। এই দুটি সূত্রই বলেছেন, লাউক্কাই শহরে আত্মসমর্পণের সময় ভূমিকার জন্য অন্য তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
থ্রি ব্রাদারহুড এলায়েন্স এ পর্যন্ত যেসব শহর সেনাবাহিনীর কাছ থেকে দখল করেছে তার মধ্যে লাউক্কাই শহর সবচেয়ে বড়। এই থ্রি ব্রাদারহুড গড়ে উঠেছে তিনটি জাতিগত বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), আরাকান আর্মি (এএ) এবং তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)। তাদের এই জোট গত অক্টোবর থেকে মিয়ানমারের উত্তরাঞ্চলজুড়ে বিশাল এলাকায় আকস্মিক অভিযান শুরু করে। বেশ কিছু শহর দখল করে নেয়। চীন সীমান্তের সঙ্গে লোভনীয় বেশ কিছু বাণিজ্যিক কেন্দ্র তাদের নিয়ন্ত্রণে নেয়।
পাঠকের মতামত
সামরিক বাহিনীর মধ্যে বিদ্রোহ দেখা দেওয়ার সময় খুবই আসন্ন ।