ভারত
গোয়েন্দাদের চাঞ্চল্যকর রিপোর্ট
উদয়পুরে দর্জির শিরশ্ছেদের ঘটনায় পাকিস্তানের যোগ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ মাস আগে) ৩০ জুন ২০২২, বৃহস্পতিবার, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২৫ অপরাহ্ন
হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা বিজেপি নেত্রী নূপুর শর্মার পক্ষে পোস্ট করা উদয়পুরের দর্জি কানহাইয়ালালের শিরñেদের ঘটনায় পাক যোগ আছে- গোয়েন্দাদের এই রিপোর্টে চঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোয়েন্দা রিপোর্ট বলছে যে, কানহাইয়ালালের হত্যাকারী মোহাম্মদ গাউস পাকিস্তানে ২০১৩ সালে দাউদ ই ইসলামি জঙ্গি সংগঠনের ডাকে সে দেশে জঙ্গি ট্রেনিং নিয়েছিল। সে দুবার সৌদি আরব ও একবার নেপালেও গিয়েছিলো। ইসলামি গ্রুপের সালমান ভাই ও আবু ইব্রাহিম তাকে ট্রেনিং দেয়। তিন মাস ট্রেনিংয়ের পর আরও ৪৫ জনের সঙ্গে গাউস ফিরে আসে ভারতে। মঙ্গলবার দুপুরে দর্জি কানহাইয়ালাল এর শিরশ্ছেদ সেই করে। আখতার ভিডিওটি করছিলো। মৃত কানহাইয়ালালের বিধবা স্ত্রী অভিযোগ করেন, নূপুর শর্মার স্বপক্ষে পোস্ট করার পর কানহাইয়া বারবার হুমকি ফোন পাচ্ছিলেন। কিন্তু পুলিশ বিষয়টিকে পাত্তা দেয়নি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য ইরফান পাঠান ঘটনাটিকে চূড়ান্ত মানবতাবিরোধী বলে বর্ণনা করেছেন।