বিনোদন
নচিকেতার কণ্ঠে ভাষার গান
স্টাফ রিপোর্টার
১৯ ফেব্রুয়ারি ২০২৪, সোমবারভাষা সম্পর্কে পরম আত্মীয় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ। দুই বাংলার মানুষের মনে বাংলা ভাষা নিয়ে আবেগ-ভালোবাসা অন্তহীন। এবার একুশে ফেব্রুয়ারির চেতনায় রচিত একটি গানে কণ্ঠ দিলেন কলকাতার নন্দিত শিল্পী নচিকেতা চক্রবর্তী। গানের শিরোনাম ‘একটা একুশ লাগে’। এতে নচিকেতার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সাইদা শম্পা। গোলাম মোর্শেদের কথায় গানটির সুর-সংগীত করেছেন অন্তু গোলন্দাজ।