ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

মৌখিক ছুটি চেয়েছেন সাকিব, ‘রাজি বিসিবি’

স্পোর্টস রিপোর্টার
৩০ জুন ২০২২, বৃহস্পতিবার
mzamin

গতকাল হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বসে পরিচালনা পরিষদের সভা।  বেলা আড়াইটার দিকে এই সভা শুরু হয়ে  শেষ হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। লম্বা আলোচনা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন নতুন বছরের বাজেট পাশ ও এজিএম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এ ছাড়াও শেখ হাসিনা স্টেডিয়াম ও ঢাকায় স্টেডিয়ামের জন্য জায়গা কেনা নিয়েও আলোচনা হয়েছে। সভায় আলোচনা হয়েছে ওয়েস্ট ইন্ডিজে জাতীয় দলের ব্যর্থতা নিয়েও। অন্যদিকে ক’দিন ধরেই গুঞ্জন সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ খেলবেন না। তবে এ নিয়ে আনুষ্ঠানিক চিঠি না দিলেও বিসিবিকে মৌখিকভাবে জানিয়েছিলেন সাকিব। এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা শুরুতে জানতাম সাকিব ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলবে না। তবে ওকে তো অধিনায়ক করেই টেস্ট খেলতে পাঠানো হলো। এখন যেটা শুনেছি যে সাকিব হয়তো ওয়ানডে সিরিজে খেলবে না।

বিজ্ঞাপন
এটিও এখনো আমাদের আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে ও অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকে মৌখিকভাবে জানিয়েছে ওয়ানডে সিরিজে খেলতে চায় না। দেখি ওর সঙ্গে দুই একদিনের মধ্যে কথা হবে তখনই বিষয়টি জানতে পারবো যে কি হয়েছে। আমরা এখনো যতটা জানি ও মৌখিকভাবেই ছুটি চেয়েছে। ’ 
অন্যদিকে সাকিব আল হাসান ওয়ানডে সিরিজে না খেললেও আপত্তি নেই বিসিবির। কারণ সফরের এই ওয়ানডে সিরিজ আইসিসির সুপার লীগের অংশ নয়। তাই যদি কোনো সিনিয়র ক্রিকেটার আইসিসির সুপার লীগ বা টেস্ট চ্যাম্পিয়ানশিপের বাইরে থাকা কোনো সিরিজে খেলতে না চায় তাতে আপত্তি করবে না বিসিবি। নাজমুল হাসান বলেন, ‘ যেসব সিরিজ আইসিসির র‌্যাঙ্কিংয়ের অংশ নয় সেখানে যদি কোনো সিনিয়র ক্রিকেটার খেলতে না চায় বা বিশ্রাম চায় আমরা তাতে রাজি আছি। এতে করে আমরাও নতুন নতুন ক্রিকেটারদের সুযোগ করে দেবো। সবকিছু চিন্তা করেই সিনিয়র ক্রিকেটারদের ব্রেক দেয়ার বিষয়টি চিন্তা করে রেখেছি। এটা আমাদেরও মাথায় আছে। সামনের বছর তো আমাদের অনেক খেলা এ জন্যই আমরা ভাবছি সিনিয়র ক্রিকেটারদের একটু ব্রেক দেয়ার।’  এছাড়াও সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজে টেস্ট হারের পর বলেছেন বাংলাদেশে টেস্ট সংস্কৃতি নেই। তার এই কথার সঙ্গে সুর মিলিয়েছেন বিসিবি সভাপতিও। তিনি বলেন, ‘সাকিব যা বলেছে তা তার বিষয়। তবে আমিও দ্বিমত পোষন করছি না।’ 
এছাড়াও সভায় ঢাকায় সিসিডিএমের জন্য তিনটি মাঠ কেনার পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। এ বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘ঢাকায় আমরা সিসিডিএমের জন্য তিনটি মাঠ কেনার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা চাই এমন জমি কিনতে যেখানে  কোনো ধরনের সমস্যা থাকবে না। ঢাকায় আমাদের প্রিমিয়ার লীগ আয়োজন করতে চাই কারণ, ক্লাবগুলোর জন্য ঢাকার বাইরে যাওয়া খুবই কঠিন।’

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status