বিনোদন
২৩ প্রেক্ষাগৃহে
স্টাফ রিপোর্টার
১৭ ফেব্রুয়ারি ২০২৪, শনিবারপ্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রার্থনা ফারদীন দীঘি অভিনীত সিনেমা। নাম ‘শ্রাবণ জ্যোৎস্নায়’। ছবিটি গতকাল মুক্তি পেয়েছে। এটিই চলতি বছর মুক্তিপ্রাপ্ত দীঘির প্রথম সিনেমা। সিনেমায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রে বড় হওয়া নাবিল ও মৌয়ের গল্প। নাবিল দেশে এসে মৌয়ের প্রেমে পড়ে। অন্যদিকে তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় সহজ-সরল পরোপকারী ছেলে শুভ। তাদের ভালোবাসার গল্প নিয়েই এগিয়ে যেতে থাকে সিনেমা। ইমদাদুল হক মিলনের একই নামের উপন্যাস থেকে নেয়া গল্পে তৈরি হয়েছে সিনেমাটি। ২০২০-২১ সালে এটি অনুদান পায়। এতে গাজী আবদুন নূরের সঙ্গে জুটি বেঁধেছেন দীঘি। সিনেমাটি পরিচালনা করেছেন আবদুস সামাদ। তিনি বলেন, গতকাল সিনেমাটি দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। একটি সুন্দর গল্প তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে। উপন্যাস হাতে পেয়ে মৌয়ের চরিত্রটি কঠিন মনে হয়েছিল দীঘির কাছে। প্রথম দিকে চরিত্রটি নিয়ে দ্বন্দ্বে ছিলেন। পরে পরিচালকের সহযোগিতায় সিনেমায় অভিনয় করেন। দীঘি বলেন, চরিত্রটি অন্যরকম। আশা করি দর্শক সিনেমাটি পছন্দ করবেন।