অনলাইন
গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
স্টাফ রিপোর্টা
(১ মাস আগে) ২৯ জুন ২০২২, বুধবার, ৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৩৭ পূর্বাহ্ন

মানসম্মত সেবা দিতে না পারায় গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। বুধবার নিষেধাজ্ঞা অনুমোদনের পর বিটিআরসি এ সংক্রান্ত একটি নির্দেশনা গ্রামীণফোনের কাছে পাঠিয়েছে। এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেন, যতদিন পর্যন্ত প্রতিষ্ঠানটি সেবার মান না বাড়াবে ততদিন এই নিষেধাজ্ঞা চলবে। কারণ এর আগেও তাদের অনেকবার সতর্ক করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। এদিকে গত ৩১শে মার্চ সবশেষ নিলামে সবচেয়ে বেশি তরঙ্গ (৬০ মেগাহার্টজ) কেনে গ্রামীণফোন। এর আগে গ্রামীণফোনের হাতে ছিল ৪৭.৪০ মেগাহার্টজ তরঙ্গ। সব মিলিয়ে অপারেটরটির তরঙ্গের পরিমাণ ১০৭.৪০ মেগাহার্টজ হয়েছে। যদিও বাকি অপারেটরদের মতো গ্রামীণফোনও নতুন বরাদ্দ পাওয়া তরঙ্গ ব্যবহার করতে পারছে না।
পাঠকের মতামত
গ্রামীন ফোনের সেবার মান খুব খারাপ। কিন্তু কথা হল বাকি যে রবি,এয়ারটেল,বাংলালিংক,টেলিটক এদের সেবার মান কি খুব ভাল?
মোবাইল অপারেটরের সার্ভিসের মান নির্ভর করে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি'র সাথে সম্পর্কের উপর। বাংলাদেশে মোবাইল অপারেটরের মধ্যে সবচেয়ে বড় এবং পুরানো প্রতিষ্ঠান গ্রামীন ফোন। এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই সরকারের রোষানলে ড. ইউনুস, বিশেষ করে নোবেল জয়ের পর থেকে। গ্রামীন ফোনের সেবার মান ছিল প্রশ্নাতীত। গতকাল ইউনুস সেন্টার সরকার প্রধানের সমালোচনার জবাব দেয়ার পরই গ্রামীনের সীম বিক্রীতে নিষেদাজ্ঞা এলো।
গেরামিন ফোনের পিছনে যেভাবে লেগেছে তার নাম নিশানা থাকতে দিবেনা বাংলাদেশে কারন এটা ড: ইউনুস এর প্রতিষ্ঠান।
ইউনুস দমনের নয়া কৌশল। টেলিটকের সেবার মান ভালো শুধু নেটওয়ার্ক পাওয়া যায়না এই আর কি
ঈদের আগে বিটিআরসি কর্মকর্তাদের টু-পাইস কামানোর ধান্দা। আগে টেলিটক বন্ধ করে লস কমান।
Tele Talk ki kore? Answer holo gomai.
গ্রমীন ফোনের সার্ভিস খারাপ লেখালেখিতে এটা স্পষ্ট হলো অন্যথায় জনতেই পারতাম না।
বর্তমানে গ্রামীণ ফোন এর সেবার মান অনেক খারাপ। যেমন কল করলে প্রথম দশ সেকেন্ড কিছুই শোনা যাইনা, তারপর বার বার কল কেটে যাই, কল কেটে দিয়ে পুনরায় কল করতে গেলে লাইন ব্যাস্ত দেখাই। প্রথম প্রথম ভাবতাম মনে হয় আমার মোবাইল এর সমস্যা। এক কথাই গ্রামীন ফোন তাদের সেবার মান তলানিতে গিয়ে ঠেকছে।
এতদিন জানতাম গ্রামাঞ্ছলে নির্ভরযোগ্য মোবাইল ফোন সেবা দেয় গ্রামীণ ফোন। হঠাত কি হল তাদের সেবার মান ?
এই শুরু হইয়া গেলো ……গ্রামীণ নামই থাকতে পারবে না এখন থেকে আমাদের দেশের গা গেরামের নামের বদলে “শহর”বলতে হবে যেমন - ঈদে গ্রামে যাবো বলার বদলে বলুন -ঈদে শহরে বাবা মার সাথে ঈদ করতে যাবো। গ্রামীন কিছু ছিলো বলে ভুলে যান।