প্রথম পাতা
পিক আওয়ারে মেট্রো চলবে ৮ মিনিট পরপর
স্টাফ রিপোর্টার
১৬ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবারপিক আওয়ারে ট্রেন চলার বিরতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। একটি ট্রেনের সঙ্গে আরেকটির বিরতি সময় ২ মিনিট কমানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, শনিবার থেকে পিক আওয়ারে ৮ মিনিট পরপর ট্রেন ছাড়বে। আর অফ পিক আওয়ারে আগের মতোই ১২ মিনিট পরপর ছাড়বে ট্রেন।
গতকাল রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কথা জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। তিনি বলেন, উত্তরা থেকে মতিঝিল অভিমুখী ট্রেনের পিক আওয়ার সকাল ৭টা ৩১ মিনিট থেকে ১১টা ৪৮ মিনিট পর্যন্ত। আবার বিকাল ৩টা ১৩ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ার হিসেবে গণ্য হবে। অপরদিকে মতিঝিল থেকে উত্তরা রুটের পিক আওয়ার শুরু হবে সকাল ৮টা ১ মিনিট থেকে ১২টা ৮ মিনিট এবং বিকাল ৩টা ৫৩ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত। নতুন এই সূচি রোজার আগের দিন পর্যন্ত বহাল থাকবে। রোজার মাসে অফিসের সময়সূচি পরিবর্তন হতে পারে। সে অনুযায়ী নতুন সময়সূচি ঘোষণা করা হবে।
বুধবার মিরপুর এলাকায় বিদ্যুতের তারে ঘুড়ি পেঁচিয়ে গেলে বন্ধ হয়ে যায় মেট্রোরেলের চলাচল। ওই ঘটনায় মিরপুর এলাকা থেকে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক মোট আটজনকে আটকের কথা জানান ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, এর মধ্যে অপ্রাপ্তবয়স্ক ছয়জনকে মুচলেকা দিয়ে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। আর প্রাপ্তবয়স্ক দুইজনকে কাফরুল থানায় সোপর্দ করা হয়েছে।
চট্রগ্রাম শহরেও মেট্রোরেল চালু হোক!