বাংলারজমিন
সুনামগঞ্জে ত্রাণ বিতরণে নৌকা ভাড়া দিতে হচ্ছে কয়েকগুণ বেশি
সুনামগঞ্জ প্রতিনিধি
৩০ জুন ২০২২, বৃহস্পতিবার
সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষজন। সারা দেশের স্বেচ্ছাসেবী, মানবিক মানুষ ও বিত্তশালীরা ত্রাণ সহায়তা নিয়ে আসছেন জেলা শহরে। এসব ত্রাণ হাওরের বিভিন্ন স্থানে বিতরণ করার জন্য নৌকা ভাড়া নিয়ে বিপত্তি দেখা দিয়েছে। ত্রাণ পরিবহনের জন্য নৌকার ভাড়া চাওয়া হচ্ছে তিন থেকে চার গুণ বেশি। এই বিষয়ে প্রশাসনের নজরদারি ও সমন্বয় থাকা জরুরি বলেছেন স্থানীয়রা। ভারী বর্ষণ আর ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ১৬ই জুন সুনামগঞ্জের বেশিরভাগ এলাকা বন্যাকবলিত হয়। এখনো হাজারো মানুষের ঘরে খাবার নেই, বাইরে কাজ নেই, উঁচু এলাকা থেকে পানি কমলেও নিচু এলাকা বন্যাকবলিত। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রশাসনের পাশাপাশি দেশের বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা নিয়ে সুনামগঞ্জ এসেছেন অনেকে। ত্রাণ কর্মীরা জেলা শহরে এসে বিপাকে পড়েছেন। ত্রাণকর্মীরা জানান, অনেক নৌ সংগঠনের নাম দিয়ে ফেসবুকেও ফ্রি সার্ভিস দেবে বলে প্রচারণা চালাচ্ছেন।