বিনোদন
ইনানি বিচে বিয়ে করলেন স্পর্শিয়া
স্টাফ রিপোর্টার
(৯ মাস আগে) ১৫ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন
বিয়ে করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের বিকেলে সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। নাওঈদ সিলেটের সন্তান। বিয়েটা বেশ আয়োজন করেই সেরেছেন স্পর্শিয়া। ১৩ ফেব্রুয়ারি গায়ে হলুদের আসর বসেছিল কক্সবাজার সাগরতীরে। আর গতকাল ১৪ ফেব্রুয়ারি বিয়ে সেরেছেন ইনানি বিচে। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, সমুদ্র আর পাহাড় আমার ভীষণ প্রিয়। তাই আমার সব সময় ইচ্ছে ছিল এমন জায়গায় বিয়ে করব যেখানে পাহাড় আর সমুদ্র দুটোই রয়েছে। শ্বশুরবাড়ির লোকজনও আমার ইচ্ছেকে প্রাধান্য দিয়েছেন। মায়ের পছন্দে বিয়ে করেছেন স্পর্শিয়া। এমনটা উল্লেখ করে বলেন, নাওঈদকে আমার আম্মুর খুব পছন্দ হয়েছে। আমি আগেই বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। তাছাড়াও কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই আমি রাজী হয়েছি। সেও হয়ত আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে।
Now worried about the stability of marriage
বিতচ টাই দ্যা নট ইন দ্যা বিচ ওয়েডিং। ওয়ান্ডারফুল এচিভমেন্ট।