বিনোদন
শাকিবের সঙ্গে কাজ করতে চান কৌশানী
মুজাহিদ সামিউল্লাহ
১৫ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবারটলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি। গত কয়েকদিন তিনি বাংলাদেশে অবস্থান করছিলেন একটি সিনেমার কাজে। এই অভিনেত্রী পরিচালক মুস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। সম্প্রতি শুটিং স্পটে কথা হয় তার সঙ্গে। এ সিনেমায় তার অভিনীত চরিত্র সম্পর্কে জানতে চাইলে কৌশানী বলেন, সবার জীবনে কিছু অজানা গল্প থাকে। যেটা বাইরের কেউ জানতে পারে না। এই সিনেমাটিতে তেমনি একটি চরিত্রে অভিনয় করছি। সাধারণত দর্শকরা আমাকে রোমান্টিক চরিত্রে দেখতে অভ্যস্ত। কিন্তু এই সিনেমায় আমাকে ভিন্নভাবে পাবেন দর্শক। কৌশানী বলেন, যদিও বাংলাদেশের সিনেমায় আমার অভিষেক হয়েছিল রোমান্টিক একটি চরিত্র দিয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সিনেমাটি মুক্তি পায়নি। এটি এখানে আমার দ্বিতীয় সিনেমা। এবারের কাজের অভিজ্ঞতা কেমন।
কৌশানী বলেন, আমাদের পুরো শুটিং টিম প্রশংসার দাবিদার। বিশেষ করে আমাকে যেভাবে তারা টেক কেয়ার করছেন সেটা অতুলনীয়। আমার মনে হচ্ছে এই প্রোডাকশনের ডায়েরিতে না বলে কোনো শব্দ নেই। দেশের শীর্ষ নায়ক শাকিব খান প্রসঙ্গে এ নায়িকা বলেন, হাল সময়ে বাংলাদেশের সিনেমাকে কলকাতায় পরিচয় করিয়ে দেয়ার পুরো কৃতিত্ব শাকিব খানের। আমিও এই সুপারস্টারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। ইতিমধ্যে বেশ কিছু বড় হাউজের সঙ্গে কথাও হয়েছে। দেখা যাক কী হয়। অভিনেতা বনি সেন গুপ্তের সঙ্গে আপনার সম্পর্কের বিষয়টি সবারই জানা। বিয়ের সানাই বাজবে কবে? এ অভিনেত্রী বলেন, অবশ্যই সানাই বাজবে। আপনাদেরও নিমন্ত্রণ করবো। তবে এই মুহূর্তে আমরা দু’জনেই যার যার কাজ নিয়ে ব্যস্ত। একটু সময়-সুযোগ মিলে গেলেই বিয়ের ঘোষণা আসবে। কৌশানী ব্যক্তি জীবনে কেমন? উত্তরে তিনি বলেন, আমি তো টম বয় টাইপের। একটু ঠোঁট কাটা টাইপেরও। অবশ্য এর জন্য আমাকে অনেক খেসারত দিতে হয়। এ কারণে পাকাপাকি অনেক কাজ থেকে আমাকে বাতিল করা হয়েছে।