বিনোদন
রুদ্র’র কণ্ঠে ‘ভালো লাগে’
স্টাফ রিপোর্টার
১৪ ফেব্রুয়ারি ২০২৪, বুধবারবিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চলতি প্রজন্মের কণ্ঠশিল্পী রুদ্র নতুন গান নিয়ে হাজির হয়েছেন। গানটির শিরোনাম ‘ভালো লাগে’। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে গানটি ভিডিওসহ প্রকাশ হয়েছে। এতে অভিনয়ও করেছেন রুদ্র। ভিডিও পরিচালনায় ছিলেন রাজু আহমেদ। এতে তার সঙ্গে মডেল হয়েছেন ঈশানা।