ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিনোদন

শিশুতোষ সিনেমায় মিথিলা

স্টাফ রিপোর্টার
৩০ জুন ২০২২, বৃহস্পতিবার
mzamin

সম্প্রতি বড় বর্দায় অভিষেক ঘটেছে জনপ্রিয় টিভি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার। গত ১৭ই জুন প্রথমবারের মতো প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার সিনেমা। এদিন বিরল এক রেকর্ডও গড়েন এই অভিনেত্রী। বড় পর্দায় অভিষেকের দিনেই দুই বাংলায় আলাদা দু’টি সিনেমা মুক্তি পায় তার। বাংলাদেশে ‘অমানুষ’, আর কলকাতায় ‘আয় খুকু আয়’। দু’টি সিনেমার জন্য দর্শকের কাছ থেকে প্রশংসা আর ভালোবাসাও পাচ্ছেন। সেই রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমার খবর দিলেন মিথিলা। প্রথমবারের মতো একটি শিশুতোষ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। শাহরিয়ার কবিরের লেখা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন লুবনা শারমিন।

বিজ্ঞাপন
এতে আরও অভিনয় করছেন স্বপ্নিল, হিয়া, রাহিন, ইশরাত প্রমুখ। আগামী ২০শে জুলাই থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে । যদিও এ সময় শুটিংয়ে অংশ নিতে পারছেন না মিথিলা। কারণ এই সময়টায় অফিসের কাজে তাঞ্জানিয়া, উগান্ডা আর সিয়েরা লিওনেও থাকতে হবে তাকে।  ব্র্যাক ইন্টারন্যাশনালের হেড অব আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রামার হিসেবে এসব দেশের শিশুদের স্বাভাবিক বিকাশে কাজ করবেন তিনি। ফলে দেশে ফিরে অক্টোবরে সিনেমাটির শুটিং করবেন। এ প্রসঙ্গে মিথিলা বলেন, সিনেমাটির জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছি। তবে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাকে উগান্ডা, তাঞ্জানিয়া আর সিয়েরালিওনে থাকতে হবে। যার কারণে এই সময় সিনেমাটির শুটিং করতে পারবো না। আমার অংশের কাজ হবে অক্টোবরের পরে। আমার সঙ্গে সেভাবেই তাদের কথা হয়েছে। সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, আমার জীবনের প্রায় পুরোটাই কাটছে বাচ্চাদের সঙ্গে। প্রায় একবছর ধরে লুবনা আপার সঙ্গে কথা বলছি সিনেমাটি নিয়ে। এরমধ্যেই অনুদানও পেলো। সবমিলিয়ে এটা আমার জন্য অনেক ভালোলাগার একটা প্রজেক্ট হতে চলেছে।

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status