বিনোদন
আইসক্রিমওয়ালা
স্টাফ রিপোর্টার
৩০ জুন ২০২২, বৃহস্পতিবার
কাঠের বাক্স ঘাড়ে নিয়ে ঘণ্টি বাজায় মন্টু। বাক্স ভরা মালাই আইসক্রিম। নারকেল মেশানো লাল, সাদা, সবুজ, কমলা কালারের আইসক্রিম খেতে ছুটে আসে ছোট-বড় সবাই। সবার চোখ কাঠের বাক্সের দিকে। এই একটি চিত্রকল্পের মাধ্যমে ভেসে ওঠে ৯০ দশকের চিরায়ত গ্রাম বাংলার বড় অংশ। আর সেই গল্পটিকেই এবার পর্দায় তুলে আনছেন নাট্যকার-নির্মাতা হিমু আকরাম। ‘আইসক্রিমওয়ালা’ শিরোনমের এই টেলিছবিটি ঢাকার অদূরে পুবাইলের বিভিন্ন স্থানে এর শুটিং শেষ হয়েছে সম্প্রতি। যাতে আইসক্রিমওয়ালা মন্টু চরিত্রে অভিনয় করেছেন আরফান আহমেদ।