ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নারী শিক্ষককে যৌন হয়রানির অভিযোগে অধ্যক্ষ বরখাস্ত

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবারmzamin

কুমিল্লার মুরাদনগর উপজেলায় একই প্রতিষ্ঠানের নারী সহকর্মীকে উত্ত্যক্ত ও প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তিনি স্বেচ্ছায় অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসার কমিটির কাছে পদত্যাগপত্র জমা দেন। অভিযুক্ত অধ্যক্ষের নাম মো. আনিছুর রহমান মোল্লা। তিনি উপজেলার খুরুইল সিনিয়র (আলিম) মাদ্রাসার অধ্যক্ষের পদে দায়িত্ব পালন করে আসছিলেন। জানা গেছে, আনিছুর মোল্লার বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের নারী শিক্ষককে শ্লীলতাহানি ও ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ এনে সম্প্রতি তাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা। এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দিন ভূঞা জনী তাকে সাময়িক বরখাস্ত করে উপজেলা সহকারী কমিশনারকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি দীর্ঘ ৬ মাস তদন্ত করে অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে আনা সকল অভিযোগের সত্যতা পান। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অধ্যক্ষকে চূড়ান্ত বরখাস্তের সুপারিশ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর বরখাস্ত চেয়ে লিখিত আবেদন করেন।
 

পাঠকের মতামত

যারা নিজের স্ত্রীকে সন্তুষ্টি দিতে পারে না, তারাই অন্য মেয়েদের উত্যক্ত করে । এটা একটি রোগ । উনার স্ত্রী কে খুব বিশ্বস্ত সূত্রে কেউ যোগাযোগ করলে এর সত্যতা পাবেন ।

Kazi
১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার, ১২:২৬ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status