খেলা
মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখছেন না রিয়াল তারকা
স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবারকে সেরা, ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি? রিয়াল মাদ্রিদের কাউকে প্রশ্নটি করা হলে, নিজেদের ক্লাব কিংবদন্তিকেই বেছে নেন তারা। পেপে, কাকা, ইকার ক্যাসিয়াসদের মতো সাবেক তারকারা কখনোই মেসিকে সেরা মানেননি। ভিনিসিউস জুনিয়র, রদ্রিগোরা তো পর্তুগিজ সুপারস্টারকে আইডল মানেন। একই চিত্র মেসির ক্ষেত্রে। বার্সেলোনার যে কেউই আর্জেন্টাইন সুপারস্টারকেই সেরা হিসেবে বেছে নেবেন। তবে এমন সাধারণ নির্বাচন করলেন না রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার দানি কারভাহাল। সাবেক সতীর্থ রোনালদোকে এককভাবে সেরা মানতে নারাজ এই স্প্যানিয়ার্ড। কারভাহালের ভাষ্য, মেসি-রোনালদো একই মানের। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৩ সালে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেন দানি কারভাহাল। দীর্ঘ ৫ বছর পর্তুগিজ মহাতারকার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার। একইসঙ্গে মেসির বিপক্ষে লড়েছেন এল ক্লাসিকোর মোড়কে। সম্প্রতি এক পডকাস্টে কারভাহালকে মেসি-রোনালদোর মধ্যে সেরা বেছে নিতে বলা হয়। জবাবে ৩২ বছর বয়সী এই ফুটবলার বলেন, ‘মেসি নাকি রোনালদো? আমি তাদের একই পর্যায়ে রাখব। আমি কাউকে (এককভাবে) শ্রেষ্ঠ বলব না। তারা (ফুটবলের) দৈত্য। আমি মনে করি, তারা দুজন সবার থেকে আলাদা।’ ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনায় ছিলেন মেসি। দীর্ঘ ৮ বছর এল ক্লাসিকোর মোড়কে বহুবার আর্জেন্টাইন সুপারস্টারের মোকাবিলা করতে হয়েছে কারভাহালকে। তাই মেসিকে ভালোভাবেই চেনেন তিনি। কারভাহাল বলেন, ‘মেসি এমন একজন ফরোয়ার্ড, যে পেছনে গিয়ে আক্রমণে উঠতে সক্ষম। গোল করা এবং সুযোগ তৈরিতে সমানভাবে পারদর্শী ও।’ রোনালদোকে নিয়ে কারভাহাল বলেন, ‘লক্ষ্যভেদে দুর্দান্ত ক্রিস্টিয়ানো। আক্রমণে এবং ফিনিশিংয়ে সেরা ও। তারা (মেসি-রোনালদো) যদি একসঙ্গে খেলতো, (প্রতিপক্ষের জন্য) বোমা হতো সেটি। দেখতেও দারুণ লাগতো।’