অনলাইন
চট্টগ্রাম বার নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদের বিপুল জয়
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
(৮ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, ১১:৩৫ পূর্বাহ্ন
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সেক্রেটারিসহ ১৩ টি পদে জয় পেয়েছে। আর আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ পেয়েছে সহ-সভাপতিসহ ৭টি পদ। এছাড়া একটি পদে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ৩টায় এই ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত 'আইনজীবী ঐক্য পরিষদ'র সভাপতি পদে মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী ও সেক্রেটারি পদে মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাকসহ ১৩ জন বিজয়ী হয়েছেন। আর আওয়ামী লীগ সমর্থিত 'আইনজীবী সমন্বয় পরিষদ' সহ সভাপতিসহ ৭টি পদ পেয়েছে।
সভাপতি পদে ঐক্য পরিষদের মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী ২ হাজার ৭৯৬ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদের আবু মোহাম্মদ হাশেম পেয়েছেন ১ হাজার ৫৯৪ ভোট।সাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক ২ হাজার ২৮৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের মুহাম্মদ ফখরউদ্দিন জাবেদ ২ হাজার ১০৭ ভোট পেয়েছেন।
সিনিয়র সহ-সভাপতি পদে ঐক্য পরিষদের মো. আবদুল কাদের ২ হাজার ২৬৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের বীর মুক্তিযোদ্ধা মো. আজিজ উদ্দীন (হায়দার) পেয়েছেন ২ হাজার ১২৩ ভোট।
সহসভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদের বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান খান ২ হাজার ৪৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের মো. জালাল উদ্দিন পেয়েছেন ১ হাজার ৯৩০ ভোট।
প্রসঙ্গত, দেশের দ্বিতীয় বৃহত্তম আইনজীবী সমিতির এই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১টি পদে মোট প্রার্থী ছিলেন ৪৫ জন। এগুলোর মধ্যে সম্পাদকীয় পদ ছিলো ১০টি ও নির্বাহী সদস্য পদ ১১টি। এই নির্বাচনে ৫ হাজার ৬৩৬ জন ভোটারের মধ্যে ৪ হাজার ৪৪৯ জন ভোট দিয়েছেন।