ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

চাটখিল পৌরসভার সড়কের বেহাল দশা, দুর্ভোগ চরমে

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
৩০ জুন ২০২২, বৃহস্পতিবার
mzamin

চাটখিল পৌরসভার বটতলা-মুন্সিরাস্তা সংযোগ সড়ক সংস্কারের অভাবে বেহাল দশায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জনদুর্ভোগ চরম আকার ধারন করেছে। গত কয়েক বছর ধরে এসব সড়কের দুরাবস্থা হলেও পৌর কর্তৃপক্ষ কোনো নজরই দেয়নি। ফলে পৌরবাসীকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।   সরজমিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, ৭নং ওয়ার্ডের বটতলা-মুন্সিরাস্তা সংযোগ সড়ক, বটতলা-ওসমানিয়া মাদ্রাসা সড়ক ও পূর্ব গোবিন্দপুর সড়কের এমপির পুল থেকে পশ্চিমে গনি সাহেবের বাড়ি পর্যন্ত সড়কের বেহাল দশা। এ সমস্ত সড়কে যানবাহন চলাচল দূরের কথা মানুষ পায়ে হেঁটে চলাচল করতেও সমস্যা হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব সড়ক দিয়ে চালাচল সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কিন্তু মানুষের প্রয়োজনে মালামাল নিয়ে দুর্ভোগের মাঝেই চলাচল করতে হয়। এতে করে প্রতিনিয়ত কোনো না কোনো দুর্ঘটনা ঘটেই চলছে। স্থানীয় পল্লী চিকিৎসক সামছুল আলম লাতু, চাটখিল বাজারের ব্যবসায়ী রাশেদসহ স্থানীয় অনেকেই জানান, পৌর এলাকার সড়কগুলো দীর্ঘদিন থেকে কোনো সংস্কার না করার ফলে বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে আছে।

বিজ্ঞাপন
সড়কগুলো সংস্কারের জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ পৌর মেয়রের কাছেও বারবার আবেদন নিবেদন করেও এখনো পর্যন্ত কোনো লাভ হয়নি। এসব সড়ক ছাড়াও পুরো পৌর শহরের অধিকাংশ সড়কের একই অবস্থা। তাই এলাকাবাসী সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।   চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন বলেন, তিনি দায়িত্ব নিয়েছেন মাত্র ১ বছর হয়েছে। যত দ্রুত  সম্ভব সড়কগুলো পর্যায়ক্রমে সংস্কার করা হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status