বিনোদন
ট্রেন্ডিংয়ে ‘বিয়ে করবো সিলেট’
স্টাফ রিপোর্টার
১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবারনিলয় আলমগীর ও সামিরা খান মাহি অভিনীত ‘বিয়ে করবো সিলেট’ নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ের এক নম্বরে রয়েছে। সম্প্রতি এনএএফ ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় কমেডি-রোমান্টিক এ নাটকটি। এটি পরিচালনা করেছেন মহিন খান। নাটকটিতে নিলয় ও মাহির অভিনয় বেশ প্রশংসা কুড়াচ্ছে। তিন দিনে ৪০ লাখেরও বেশি দর্শক নাটকটি উপভোগ করেছে।