ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

পার্লামেন্ট বিলুপ্ত হচ্ছে আজ রাতে, কী ঘটবে ইসরাইলে!

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ২৯ জুন ২০২২, বুধবার, ৮:১২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৩২ পূর্বাহ্ন

mzamin

আজ বুধবার মধ্যরাতে বিলুপ্ত হতে যাচ্ছে ইসরাইলের পার্লামেন্ট নেসেট। ফলে চার বছরেরও কম সময়ের মধ্যে দেশটি পঞ্চমবারের মতো নির্বাচনের মুখোমুখি। ফলে রাজনৈতিক অনিশ্চয়তা সেখানে আরও গভীর হয়েছে। একদিকে জীবনধারণের খরচ বেড়েছে। আন্তর্জাতিক উদ্যোগে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে। ঠিক এমনই এক সময়ে নতুন রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে দেশটিতে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। ক্ষমতাসীন জোটের ভিতরে বিরোধ সৃষ্টির ফলে এই জোটকে আর সামনে টেনে নেয়া সম্ভব হচ্ছে না। এ জন্য পার্লামেন্ট ভেঙে দেয়া হবে বলে গত সপ্তাহে ঘোষণা দেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। আজ রাতে পার্লামেন্ট ভেঙে দিলে তিনটি বড় ঘটনা ঘটতে পারে।

বিজ্ঞাপন
এক. তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন মধ্য বামপন্থি পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ। তবে তার হাতে ক্ষমতা থাকবে সীমিত।  বৃহস্পতিবার থেকেই তা কার্যকর হবে। দুই. ২০১৯ সালে প্রথম নির্বাচনের পর ৫ম বারের মতো নির্বাচন হবে ইসরাইলে। তিন. পার্লামেন্ট হিসেবে পরিচিত নেসেট কার্যত কার্যক্রম হারাবে। সরকার চলবে তত্ত্বাবধায়ক মর্যাদায়। 

এখনও ২৫ শে অক্টোবর বা ১লা নভেম্বর কবে নির্বাচন হবে সে সম্পর্কে প্রকৃত তারিখ নির্ধারণ করতে পারেননি এমপিরা। কিন্তু নির্বাচনের পর ক্ষমতায় কে আসবেন তা নিয়ে প্রচারণা শুরু হয়ে গেছে। বলা হচ্ছে, নির্বাচনের পর সাবেক প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর আবার ক্ষমতায় ফেরার সম্ভাবনা আছে। এক বছর আগে ডানপন্থি, উদারপন্থি এবং আরব দলগুলোকে নিয়ে বিরল এক জোট গঠন করেন নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদ। তারাই নেতানিয়াহুর রেকর্ড ক্ষমতার ইতি ঘটান। তবে অনেকেই বেনেট, লাপিদের নেতৃত্বাধীন জোট সরকারের স্থায়িত্ব নিয়ে সন্দিহান ছিলেন। সেই প্রত্যাশার চেয়ে অনেক বেশি সময় তাদের সরকার টিকে গেছে। কিন্তু সম্প্রতি ভিতরে ভিতরে আভ্যন্তরীণ কোন্দল দেখা দেয়। 

এ খবরে উদ্বেলিত সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা নেতানিয়াহু। তিনি বর্তমান সরকারকে ইসরাইলের ইতিহাসে সবচেয়ে খারাপ সরকার বলে আখ্যায়িত করেছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিচার চলমান থাকা সত্ত্বেও তিনি ৬ষ্ঠ মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আশা করছেন। এখন পর্যন্ত যেসব জনমত জরিপ হয়েছে তাতে দেখা যাচ্ছে তার ডানপন্থি লিকুদ পার্টি এগিয়ে আছে সমর্থনে। কিন্তু ধর্মীয় ও জাতীয়তাবাদী মিত্র দলগুলোর সমর্থন পেলেও সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবেন না বলে মনে করা হচ্ছে। নেতানিয়াহুপন্থি এমপিদের ব্লক বলেছেন, পার্লামেন্ট বিলুপ্ত হওয়ার আগে থেকেই তারা একটি নতুন সরকার গঠনের জন্য কাজ করছেন।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ায় মৃতের সংখ্যা ১৪৩, সব অপরাধী গ্রেপ্তার/ যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি কানে তোলেননি পুতিন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status