বিনোদন
দ্বিধা-দ্বন্দ্বে দেব
বিনোদন ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৪, শনিবারসংসদ সদস্য পদ থেকে ইস্তফা নিয়ে জল্পনার মধ্যে অবশেষে মুখ খুললেন পশ্চিমবঙ্গের তৃণমূল সংসদ সদস্য ও অভিনেতা দেব। তিনি বলেন, এখনই ইস্তফা দিচ্ছেন না। তবে আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন কিনা-তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন তারকা। ইঙ্গিতপূর্ণভাবে তিনি জানিয়েছেন, ভোটে দাঁড়াবেন কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেননি। দ্বিধাদ্বন্দ্বে আছেন। নিজের মনের কথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছেন।