বিনোদন
সমালোচনার মুখে অভিনেত্রী-সাংসদ
বিনোদন ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার
অভিনেত্রী-সাংসদ সায়ন্তিকা ব্যানার্জি সম্প্রতি পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, সবুজ ঘন জঙ্গলে বসে এক যুগল। তাদের খানিকটা পিছনেই এক ব্যক্তি নীল-সাদা হাওয়াই চপ্পল হাতে। প্রেমে মগ্ন ওই যুগলের দিকেই তাক করা সেই চটি। আর সেই ছবি শেয়ার করে সায়ন্তিকা লিখেছেন, ১৪ই ফেব্রুয়ারি আমার প্ল্যান! ব্যস, সেই পোস্ট ভাইরাল হতেও সময় নেয়নি। তার এমন পোস্ট ব্যাপক সমালোচনার মুখে পড়ে। অনেকেই অনেকভাবে কটাক্ষ করেন তার।