খেলা
সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন ম্যাচ কমিশনার
স্পোর্টস ডেস্ক
(৭ মাস আগে) ৮ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ৮:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন
নারী অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনালে ভারতের বিপক্ষে ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ করে স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ২২ শটের টাইব্রেকার ১১-১১ সমতায় থাকার পর টসের মাধ্যমে ভারতকে জয়ী ঘোষণা করেন রেফারি।
বাংলাদেশ দল অবশ্য এই সিদ্ধান্ত না মেনে প্রতিবাদ জানায়। তারা দেনদরবার শুরু করে ম্যাচ কমিশনারের সঙ্গে। একপর্যায়ে ভারত দল মাঠ ছেড়ে যায়। পরে ম্যাচ কমিশনার জানান, টসের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। যার মানে, ভারতের ফাইনাল জয়ের সিদ্ধান্ত পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ দল মাঠেই ছিল। কিন্তু ভারত দল আর মাঠে আসেনি।
India out.
Yes, some boys from India (Actually transgender) are taking part in the football batch. In the open eyes, anyone can find them.
রেফারি খুব অন্যায় করেছে,বাংলাদেশের নারী ফুটবলারদের প্রতি।
There is some scandal going on all over the world. The transgenders (actually males) are getting into females' football. The photographs of the Indian players does give rise to concern. Can we not ask them to by physically examined by qualified doctors to find out if they are really females; or males masquerading as females?