বিশ্বজমিন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে জিতবেন ভবিষ্যতবাণী করলেন ‘নির্ভুল’ ইতিহাসবেত্তা
মানবজমিন ডেস্ক
(১১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার, ৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১২ অপরাহ্ন
আগামী নভেম্বরে আয়োজিত হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সবকিছু ঠিক থাকলে এই নির্বাচনে রিপাবলিকান দল থেকে লড়বেন ডনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট দল থেকে লড়বেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে, দিন যত ঘনিয়ে আসছে ট্রাম্পের জয়ের সম্ভাবনা তত বাড়ছে। কিন্তু ইতিহাসবেত্তা আল্যান লিচম্যান বলছেন উল্টো কথা। তিনি ভবিষ্যতবাণী করেছেন যে, সামনের নির্বাচনে জিততে চলেছেন বাইডেনই। তিনি সামান্য ব্যবধানে ট্রাম্পের থেকে এগিয়ে থাকবেন। এ খবর দিয়েছে ফক্স নিউজ।
খবরে বলা হয়, অ্যাল্যান ১৯৮৪ সাল থেকে মার্কিন নির্বাচন নিয়ে ভবিষ্যতবাণী করে আসছেন। প্রায় প্রতিবারই তার এসব ভবিষ্যতবাণী সত্য হয়েছে। তিনি এই ভবিষ্যতবাণী করার জন্য একটি ফর্মুলা আবিষ্কার করেছেন। সেটি ব্যবহার করে বিভিন্ন নির্বাচনসহ নানা ক্ষেত্রে প্রায় নির্ভুল ফলাফল পাওয়া গেছে। এর আগে ২০১৬ সালে ট্রাম্পের বিজয় ও ২০২০ সালে বাইডেনের বিজয়ও সঠিকভাবে ভবিষ্যতবাণী করেছিলেন অ্যালান লিচম্যান।
একটি সভ্য দেশের প্রেসিডেনট হিসাবে ট্রাম্পের মত গোয়াড় ও চরিত্র হীন ব্যক্তি আমার খুবই অপছন্দ । আমেরিকার রিপাবলিকান দলে কি তার চেয়ে যোগ্য ও চরিত্রবান ব্যক্তি নাই । কোন দলের প্রার্থী জিতলেন সেটা আমার কাছে মূখ্য নয়। একজন ভদ্র নম্র সভ্য মানুষ হবে আমেরিকার প্রেসিডেনট এটিই আমার কাম্য ।
এইবার জো বাইডেন খাম্বাকে ক্ষমতায় বসিয়ে দেবে! এই খুশিতে বিএনপি নেতা কর্মিরা একদফা মিস্টি খেয়ে নেন!
আওয়ামী লীগের জন্য দুঃসংবাদ।