অর্থ-বাণিজ্য
বীমা খাতের আস্থা বাড়াতে স্বচ্ছতা ও সুশাসন জরুরি
অর্থনৈতিক রিপোর্টার
(৮ মাস আগে) ২৫ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ২:১৪ অপরাহ্ন
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার সঙ্গে বীমা খাতের প্রসার দরকার। এ খাতের প্রতি আস্থা বাড়াতে স্বচ্ছতা ও সুশাসন জরুরি।
বৃহস্পতিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও জিআইজেড আয়োজিত আলোচনায় এমন অভিমত উঠে এসেছে। রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত আলোচনায় সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য পারভীন মাহমুদের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন।
অনুষ্ঠান থেকে সামাজিক বীমা ফোরামের সূচনা করা হয়েছে। বীমা খাতকে এগিয়ে নিতে ও নীতি সহায়তার জন্য এই ফোরাম সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, বেসরকারি সংস্থাসহ বিভিন্ন পর্যায়ে আলোচনা করবে।
সিপিডি জানায়, বীমা কাঠামোয় পরিবর্তনের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা, দরিদ্র, হঠাৎ কর্মহীনদের জন্য বীমা চালু করতে হবে। এসব ক্ষেত্রে কাঠামো আছে, এখন দরকার বাস্তবায়ন।
বক্তারা বলেন, ‘বিদ্যমান বীমা করে যথাসময়ে টাকা ফেরত পাওয়া যায় না। যে কারণে মানুষের আস্থা কম। আস্থা বাড়ানো ও সচেতনতা তৈরিতে কাজ করতে হবে। সবাইকে বোঝাতে হবে তার ও পরিবারের সদস্যদের জন্য বীমা দরকার