অনলাইন
সোমবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ
অনলাইন ডেস্ক
(১ মাস আগে) ২৬ জুন ২০২২, রবিবার, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৩৬ অপরাহ্ন
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সোমবার সকাল ৬টা থেকে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। রোববার সরকারের এক তথ্য বিবরণীতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সেতু বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার পদ্মা সেতু উদ্বোধন করেন। রোববার ভোর থেকে সেতুতে যানবাহন চলাচল শুরু হয়।
পাঠকের মতামত
Good decision. Motor bike driving should band all big cities in Bangladesh
মোটরসাইকেল এর আরেক নাম মরণ সাইকেল । এর চালক ও আরোহী কম বয়সী বিধায় হিতাহিতবোধশূন্য । তাই তারা উড়োজাহাজ গতিতে চলতে চায় । এতেই মোটরসাইকেল মরন সাইকেল এ পরিণত হয় । আপাতত সিদ্ধান্ত সঠিক । ধীরে ধীরে উচ্ছ্বাস কমলে হয়ত সাবধান হতেও পারে নওজোয়ান ছেলেরা ।
Bike should be stop forever
Instead of banning motor bikes, they were supposed to be brought under control.
মোটরসাইকেল চলাচল বন্ধ না করে বরং এদের অগ্রাধিকার দেয়া উচিৎ। মোটরসাইকেলে নিষেধাজ্ঞা জারি করলে সাধারণ ব্যবসায়ী চাকুরিজীবী যাদের ৪ চাকার গাড়ি নেই তারা পারাপার হবে কিভাবে? সুতরাং শ্রেণি বৈষম্য সৃষ্টি না করে কঠোর প্রতিবাদের পুর্বেই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক এবং নিরাপত্তার স্বার্থে পদ্মা সেতু এবং তৎসংলগ্ন সড়কে মোটরসাইকেলের জন্য আলাদা বাইক লেন করা হোক ।
সঠিক সিদ্ধান্ত ।
সারা দেশেই মোটরসাইকেল নিষিদ্ধ করা উচিত। মোটরসাইকেল একটি বিরম্বনার নাম । ঝাঁকে ঝাঁকে মোটরসাইকেল ঢাকার রাস্তায় এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করে রেখেছে আর তাদের বেপোরোয়া চালনোর কারনে রাস্তায় দূর্ঘটনার মাত্রা দিন দিন বাড়ছেই । মোটরসাইকেল নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।