ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

মাদারগঞ্জে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে মারধর প্রতিবাদে প্রধান শিক্ষকের কক্ষে তালা

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
২৭ জুন ২০২২, সোমবার

জামালপুরের মাদারগঞ্জে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে মারধর করায় স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে ছাত্র-অভিভাবকরা। পরে ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।  জানা গেছে, গত শনিবার উপজেলার জাঙ্গালিয়া ডিএম উচ্চ বিদ্যালয়ে টিভিতে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হুড়োহুড়ির ঘটনা ঘটে। এ সময় জাহিন নামের ৮ম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে ধাক্কা লাগলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অশিক পড়ে যায়। পরে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিমের ছেলে আশিক প্রধান শিক্ষক মিজানুর রহমানের কাছে নালিশ করে। মিজানুর রহমান জাহিনকে ডেকে নিয়ে তাকে স্কুল থেকে টিসি দিবে জানিয়ে বই এনে অফিসে জমা দিতে বলে। জাহিন জানায়, টিসি দেয়ার কথা শুনে সে কিছু বলতে চাইলে হেড স্যার কোনো কথা না শুনে তার পিঠে কিলঘুষি দেয়। সে টেবিলের নিচ দিয়ে পায়ে ধরে ক্ষমা চাইতে গেলে প্রধান শিক্ষক তাকে লাথি দিয়ে সরিয়ে দেন।  তুচ্ছ ঘটনায় সহকারী শিক্ষক রেজাউল করিমের ছেলে আশিকের পক্ষ নিয়ে জাহিনকে অপমানজনক শাস্তি দেয়ায় অভিভাবকরা শনিবার স্কুলে এসে প্রতিবাদ করেন। এ সময় প্রধান শিক্ষক মিজানুর রহমান নিজেই গতকাল বিষয়টি নিয়ে অভিভাবকদের সঙ্গে স্কুলে বসবেন বলে জানান।

বিজ্ঞাপন
জাহিনের পিতা রনজু মিয়া সাংবাদিকদের জানান, গতকাল তারা স্কুলে গেলে প্রধান শিক্ষক জামালপুর শহরে গেছেন বলে জানানো হয়। এ সময় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। পরে গুনারীতলা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রধান শিক্ষকের কক্ষের তালা খুলে দেন এবং বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক মিজানুর রহমান শিক্ষার্থীকে স্কুল থেকে টিসি দেয়ার হুমকি ও লাথি দেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, বারবার সতর্ক করার পরও পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখার সময় হইচই করায় তিনি ছেলেটিকে (জাহিন) দুটি চড় মেরেছিলেন।  

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status