ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সুনামগঞ্জে বিএনপি’র ত্রাণ বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি
২৭ জুন ২০২২, সোমবার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি দীর্ঘদিন ধরে ক্ষমতায় বাহিরে। ব্যবসা-বাণিজ্য নেই। নেতাকর্মীরা হামালা-মামলায় জর্জড়িত। তারপরও আমর বানভাসি মানুষের দুঃখের অংশীদার হতে এখানে এসেছি। তাদের জন্য সহায়তা নিয়ে এসেছি। কারণ বিএনপির রাজনীতি সাধারণ মানুষের নিয়ে। গতকাল সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষে কৃষক দল আয়োজিত সমাবেশ এসব কথা বলেন। এ সময় বন্যাদুর্গত ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়। তিনি আরও বলেন, একটি অবৈধ সরকার আমাদের বুকের উপর চেপে বসে আছে। দেশের সম্পদের বৃহৎ অংশ তারা লুট করে বিদেশে পাচার করছে।

বিজ্ঞাপন
অথচ এমন একটি কঠিন সময়ে দেশের সম্পদ দুর্গত মানুষের মাঝে বন্টনের কথা ছিল। তারা সেটা না করে বিদেশে পাচার করছে। বিএনপি আগামী দিনে সুযোগ পেলে দেশের সম্পদ দেশের সাধারণ মানুষের মাঝে বণ্টন করে দেয়া হবে।  জেলা কৃষক দলের সভাপতি আনিসুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা এবং উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status