ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

গোল মিসের মহড়া সাবিনাদের

মালয়েশিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার
২৭ জুন ২০২২, সোমবার
mzamin

মালয়েশিয়াকে ছয় গোলে হারিয়ে সিরিজ  শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও খেললো দুর্দান্ত। বল পজিশন থেকে শুরু করে সবিকছুই নিয়ন্ত্রণে ছিল সাবিনা-কৃষ্ণাদের। কিন্তু ম্যাচে গোল আদায় করতে পারলো না তারা। পুরো ম্যাচে সাবিনারা দিলেন গোল মিসের মহড়া। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে গোলশূন্য সমতায় খেলা শেষ করে দু’দল।
কমলাপুরে ম্যাচে ডজন দুইয়ের বেশি কর্নারও পায় বাংলাদেশ। ডেঞ্চার জোনে পাওয়া ফ্রিকিকগুলোও কাজে আসেনি। যে কারণে প্রাধান্য বিস্তার করে খেলেও গোলের দেখা পায়নি গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। জিততে না পারলেও দুই ম্যাচের  ফিফা ফ্রেন্ডলি সিরিজ ঠিকই ১-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। 
আগের ম্যাচের একাদশেই ভরসা রাখেন গোলাম রব্বানী ছোটন। অবশ্য চার পরিবর্তন নিয়ে মাঠে নামে মালয়েশিয়া। যে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল মালয়েশিয়া, তাতে তারা সফলই বলা যায়।

বিজ্ঞাপন
আগের ম্যাচে ৬-০ গোলে জিতলেও গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেনি বাংলাদেশের মেয়েরা একবারও। একের পর এক সুযোগ তৈরি করেও পারেনি গোলের মুখ খুলতে। এদিন রক্ষণ সামলানোতেই মনোযোগ ছিল মালয়েশিয়ার। ম্যাচের অষ্টম মিনিটে বক্সের সামনে থেকে আঁখি খাতুনের জোরালো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন মালয়েশিয়ান গোলরক্ষক নুরুল আজুরিন। ১১ মিনিটে সহজ সুযোগ গোলে পরিণত করতে পারেননি মাসুরা পারভিন। মনিকার তুলে দেওয়া বল গোলমুখ থেকে পোস্টের উপর দিয়ে মারেন এই ডিফেন্ডার। ১৭তম মিনিটে আরও একবার মালয়েশিয়াকে রক্ষা করেন গোলরক্ষক আজুরিন। মনিকা চাকমার কাটব্যাকে দূর থেকে নেওয়া সাবিনার শট লাফিয়ে আঙুলের টোকায় বল বাইরে পাঠান তিনি। ৪০তম মিনিটে মালয়েশিয়ার বক্সের সামনে কৃষ্ণা থেকে স্বপ্না হয়ে বল পান সাবিনা, কিন্তু বাংলাদেশ অধিনায়কের শট লুফে নেন মালয়েশিয়ান গোলরক্ষক। প্রথমার্ধে ১১টি কর্নার ও মালয়েশিয়ার সীমানায় ৪টি ফ্রিকিক পায় বাংলদেশ। তা থেকে সুফল আদায় করতে পারেনি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে স্বপ্নাকে বসিয়ে ঋতুপর্ণা চাকমাকে নিয়ে মাঠে নামে বাংলাদেশ। সানজিদার জায়গায় সামসুন্নাহার জুনিয়রকে মাঠে নামিয়েও চেষ্টা করেন কোচ গোলাম রব্বানী ছোটন। তাতেও কাজ হয়নি। বাংলাদেশের সব আক্রমণ গিয়ে মুখ থুবড়ে পড়ে মালয়েশিয়ার রক্ষণে। মাঝমাঠে মারিয়া-মনিকা চেষ্টা করেছেন। কিন্তু বক্সের মধ্যে তা থেকে গোল করতে ব্যর্থ হন ফরোয়ার্ডরা। গতকাল কৃষ্ণা রানী সরকারকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। ম্যাচের যোগকরা সময়ে সহজ সুযোগ নষ্ট করেন সামসুন্নাহার। মনিকার কর্নার থেকে প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও বাইরে মারেন এই বদলি ফরোয়ার্ড। ম্যাচে গোল না পেলেও সিরিজ জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। আর হার এড়িয়ে খুশি ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা দলটি।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status