ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

রেকর্ডময় বেয়ারস্টো-ওভারটন

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২২, সোমবার

নিউজিল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে ৫৫ রানে ৬ উইকেট হারানোর পর হাল ধরেন জনি বেয়ারস্টো-জেমি ওভারটন। সপ্তম উইকেট জুটিতে দু’জনে ৪৫.৪ ওভারেই যোগ করেন ২৪১ রান। টেস্টে ইংল্যান্ডের হয়ে সপ্তম উইকেটে যা সর্বোচ্চ জুটি। জনি বেয়ারস্টো-জেমি ওভারটন ছাড়িয়ে গেছেন জিম পার্কস-মাইক স্মিথকে। ১৯৫৯-৬০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পোর্ট অব স্পেনে ১৯৭ রান করেন পার্কস-স্মিথ। আর নিউজিল্যান্ডের বিপক্ষে সপ্তম উইকেটে ইংলিশদের সর্বোচ্চ জুটি ছিল অ্যালন নট-পিটার লেভারের। ১৯৭০-৭১ মৌসুমে ১৪৯ রান করেন তারা। ১০০’র কম রানে ৬ উইকেট হারানোর পর দলীয় সর্বোচ্চ স্কোরের রেকর্ডে এখন দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। শীর্ষে নিউজিল্যান্ড। ১৯৯০ সালে অকল্যান্ডে ভারতের বিপক্ষে ৮৫/৬ থেকে ৩৯১ পর্যন্ত গিয়েছিল কিউইরা।

বিজ্ঞাপন
ব্যক্তিগত রেকর্ডেও নাম উঠেছে বেয়ারস্টো-ওভারটনের। ২০০১ সালের পর থেকে মাত্র তিনজন  ১০০’র বেশি স্ট্রাইকরেটে টেস্টে টানা দুই সেঞ্চুরি হাঁকাতে পেরেছেন। তারা হলেন শহীদ আফ্রিদি, ব্রেন্ডন ম্যাককালাম ও জনি বেয়ারস্টো। ২০০৬ সালে ভারতের বিপক্ষে পাকিস্তানি অলরাউন্ডার আফ্রিদি (লাহোরে ৭৮ এবং ফয়সালাবাদে ৯৬ বলে সেঞ্চুরি), ২০১৪তে কিউই ওপেনার ও ইংল্যান্ড টেস্ট দলের বর্তমান হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম পাকিস্তান (শারজায় ৭৮ বল) ও শ্রীলঙ্কার (কলম্বোতে ৭৪ বল) বিপক্ষে এমন কীর্তি দেখান। ১৫০ রানে পৌঁছাতে ১৪৪ বল খেলেন বেয়ারস্টো। ইংল্যান্ডের পক্ষে যা দ্বিতীয় দ্রুততম ১৫০। 
বর্তমান অধিনায়ক বেন স্টোকস ২০১৬তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩৫ বলে ১৫০ করেছিলেন। নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমে ৯৭ রান করেছেন জেমি ওভারটন। অভিষিক্ত ব্যাটার হিসেবে ৮ নম্বর বা তার পরের ব্যাটিং পজিশনে এটি ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আগের সর্বোচ্চ ইনিংস ছিল লিয়াম ডসনের (২০১৬তে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ৬৬)। টেস্ট ইতিহাসে ৮ কিংবা তার নিচে ব্যাটিং করে ওভারটনের চেয়ে বেশি রান করতে পেরেছেন মাত্র ১১ জন।


জনি বেয়ারস্টো-জেমি ওভারটনের রেকর্ড ভাঙা জুটিতে হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩২৯ রানের জবাবে বেয়ারস্টোর ১৬২ এবং ওভারটনের ৯৭ রানের সুবাদে ইংল্যান্ড ৩৬০ রান তোলে। দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে ৫ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে কিউরা। লিড দাঁড়ায় ১৩৭ রান। তিন ম্যাচ সিরিজে প্রথম দুটিতে জিতেছে ইংল্যান্ড।

 

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status