ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

টিটির পাশে রকল্যান্ড

স্পোর্টস রিপোর্টার
২৭ জুন ২০২২, সোমবার

আগামী ২৮শে জুলাই থেকে ৮ই আগস্ট লন্ডনের বার্মিংহামে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস। আগস্টের দ্বিতীয় সপ্তাহে  তুরস্কের কোনিয়ায় বসবে ইসলামিক সলিডারিটি গেমস আসর। দুটি আসরেই অংশ নেবে বাংলাদেশ টেবিল টেনিস দল। দুই গেমসের প্রস্তুতির জন্য টেবিল টেনিসকে অনুশীলনে সহযোগিতা করবে রকল্যান্ড স্পোর্টস লিমিটেড। বিষয়টি নিশ্চিত করেছেন টিটি ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনীর। এ বিষয়ে তিনি বলেন, ‘শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে। তাই আমরা জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামের লনে এতদিন অনুশীলন করেছি। যা মানসম্মত নয়। স্পেশাল টেকনিক কোচ নিয়ে দীর্ঘ সময় অনুশীলন করা যায়, এমন একটা ভেন্যুর খোঁজে ছিলাম। অবশেষে রকল্যান্ড স্পোর্টসকে পেলাম।

বিজ্ঞাপন
জাতীয় স্বার্থে তারা এগিয়ে এসেছে। তাদের ধন্যবাদ জানাচ্ছি। কমনওয়েলথ গেমস ও ইসলামিক গেমসের প্রকৃত ভেন্যু অনুশীলনের অভাবটা এবার দূর হবে তাদের সহযোগিতায়।’ গ্রিন বনশ্রী সংলগ্ন মোস্তম মাঝি এলাকায় রকল্যান্ড স্পোর্টস লিমিটেড জিমন্যাশিয়াম। মুনীর বলেন, ‘রকল্যান্ডে না এলে বিশ্বাস করতাম না বাংলাদেশের মতো জায়গায় এরকম একটা স্পোর্টস একাডেমি গড়ে উঠতে পারে।’ রকল্যান্ড স্পোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুজ্জামান সুমন বলেন, ‘আমাদের এখানে সুইমিং পুল, 
আন্তর্জাতিক মানের জিমন্যাশিয়াম এবং ফুটসালেরও ব্যবস্থাও রয়েছে। আবাসনের ব্যবস্থাও আছে। দক্ষিণ এশিয়ায় যা খুবই কম দেখা যায়।’ তিনি বলেন, ‘জায়গার অভাবে জাতীয় টেবিল টেনিস দলের অনুশীলনে সমস্যা হচ্ছে। জাতীয় স্বার্থে তাদের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত, গর্বিত। এই ইনডোরে দশ হাজার স্কয়ার ফিটের জায়গা রয়েছে। ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও কারাতে অনুশীলনের ব্যবস্থাও আছে।’

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status