ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

৩ দফা দাবিতে ইবিতে সমিতির কর্মবিরতি

ইবি প্রতিনিধি
২৭ জুন ২০২২, সোমবার
mzamin

চাকরির বয়স বাড়ানোসহ ৩ দফা দাবিতে ফের আন্দোলনে নেমেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি। গতকাল দ্বিতীয় দিনের মতো সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন কর্মকর্তারা। এর আগে গত ২২শে জুন একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে তারা। দাবি মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা। তাদের দাবিগুলো হলো- চাকরির বয়সসীমা ৬০ বছর থেকে ৬২ বছরে উন্নীতকরণ, কর্মঘণ্টা সকাল ৯টা থেকে বিকাল ৪টা এর পরিবর্তে ৮টা থেকে ২টা পর্যন্ত নির্ধারণ এবং বেতন স্কেলের নীতিমালা পরিবর্তন। সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে সহকারী রেজিস্ট্রার পদে ৩৫ হাজার ৫০০ ও উপ-রেজিস্ট্রার বা সমমান পদে ৫০ হাজার টাকা বেতন স্কেলের দাবি করে আসছেন কর্মকর্তারা। তাদের আন্দোলনের প্রেক্ষিতে ২০১৯ সালে ২৪৭তম সিন্ডিকেট সভায় শর্ত সাপেক্ষে দাবি মেনে নেয় তৎকালীন প্রশাসন। পরে ওই নীতিমালায় বর্ণিত শিক্ষাগত যোগ্যতার শর্ত অনুযায়ী এই স্কেল থেকে বঞ্চিত কর্মকর্তাদের দাবির প্রেক্ষিতে ২৫৪তম সিন্ডিকেটে সকলের জন্য একই বেতন স্কেল নির্ধারণ করা হয়। সিন্ডিকেটে হওয়া নীতিমালায় পদোন্নতির দুই বছর পর স্কেল কার্যকর হওয়ার বিষয় উল্লেখ থাকায় কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। পরে এই নীতিমালা পরিবর্তনসহ ৩ দফা দাবিতে গত ফেব্রুয়ারি মাসে আন্দোলনে নামে কর্মকর্তারা।

বিজ্ঞাপন
টানা ১১ দিনের কর্মবিরতির পর ভিসির আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা। পরে দাবি পূরণ না হওয়ায় গত ২২শে জুন আবারো কর্মবিরতি পালন করেন কর্মকর্তারা। গতকাল দ্বিতীয় দিনের আন্দোলনে প্রায় শতাধিক কর্মকর্তা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ বিষয়ে ভিসি ড. শেখ আবদুস সালাম বলেন, চাকরির বয়সসীমা নির্ধারণ করার ইখতিয়ার আমার নেই। এটাতে রাষ্ট্রপতি ও পার্লামেন্টের ইনভলভমেন্ট আছে। আর বেতনের নীতিমালা সম্পর্কে আমি একটি কমিটি করে দিয়েছিলাম। ওই কমিটি তাদের রিপোর্ট প্রদান করেছে। রিপোর্টের সুপারিশগুলো বিবেচনা করে আগামী মাসে সিন্ডিকেটে এ বিষয়ে সিন্ধান্ত হবে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status