ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

পদ্মা সেতুর কারণে লাভবান হচ্ছেন ফরিদপুরের ব্যবসায়ীরা

ফরিদপুর প্রতিনিধি
২৭ জুন ২০২২, সোমবার

পদ্মা সেতুর কারণে লাভবান হচ্ছেন ফরিদপুরের সবধরনের ব্যবসায়ীরা। তারা এখন এ ব্রিজের জন্য পণ্য পরিবহনে নানাবিদ পরিকল্পনা করছেন। সকালে ফরিদপুরের শরীয়তুল্লাহ বাজার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ কথা জানা গেছে। স্থানীয় বাজার ব্যবসায়ীরা জানিয়েছেন, তাদের সব থেকে বেশি লাভবান হবে পচনশীল পণ্যের ক্ষেত্রে। আগে তারা দৌলতদিয়া ও কাঠালবাড়ি দিয়ে ফেরি দিয়ে পারাপার করতো। সেক্ষেত্রে তাদের ফেরি ভাড়ার পাশাপাশি ফেরি পেতে নানা ধরনের ঝুট ঝামেলায় পড়তে হতো। দুই-তিন দিন লাগতো তাদের ফেরি পার হতে। সেজন্য তাদেরকে দিতে হতো দ্বিগুণ টাকা। সেইসঙ্গে ড্রাইভার ও হেলপারের অতিরিক্ত টাকা গুনতে হতো। কখনো আবার দেরি হওয়ার জন্য তাদের পণ্য পচে যেতো।

বিজ্ঞাপন
এখন তাদের আর পণ্য নিয়ে বসে থাকতে হবে না। ফলে তারা এখন দিনের পণ্য দিনেই পারাপার করতে পারবে। ব্যবসায়ী এখন সরকারের কাছে সেতুর টোল একটু কমানো বিবেচনা করতে সরকারের কাছে দাবি করছে। হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবসায়ী আব্দুল জলিল বলেন, নানা প্রতিকূলতা ছিল দৌলতদিয়া ও কাঠালবাড়ি ঘাটে। দালালদের দৌরাত্ম্য, ফেরি পেতে ৩-৪ দিন দেরি, অতিরিক্ত টাকা দিতে বাধ্য করাসহ অনেক চালক ও কর্মচারীদের হয়রানি করা হতো। এখন আমাদের আর কোনো দুর্ভোগ পোহাতে হবে না। বাজারটির ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, আমাদের কাঁচা পণ্য আর পচবে না। দিনের মাল দিনেই কেনাবেচা করে ঘরে ফিরতে পারবো। এতে ক্ষুদ্র ব্যবসায়ীর পাশাপাশি প্রান্তিক চাষিরা লাভবান হবে তাতে জেলার উৎপাদনও বেড়ে যাবে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মোবাইল হ্যান্ডসেট/ ‘মেইড ইন বাংলাদেশ’ এখন সংকটে

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status