কলকাতা কথকতা
উপ-নির্বাচনের ফলে ধাক্কা খেলো বিজেপি, মুখরক্ষা করলো ত্রিপুরা-উত্তরপ্রদেশ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ মাস আগে) ২৬ জুন ২০২২, রবিবার, ৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৫১ পূর্বাহ্ন
পাখির চোখে ২০২৪-এর লোকসভা নির্বাচন। তার আগে বিভিন্ন রাজ্যের উপ-নির্বাচনে ধাক্কা খেলো নরেন্দ্র মোদির বিজেপি। অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড ও দিল্লিতে বিজেপিকে শূন্যহাতে ফিরতে হলো। কিছুটা মুখরক্ষা করলো ত্রিপুরার তিনটি বিধানসভা আসন এবং উত্তরপ্রদেশের রামপুর ও আজমগড়ের লোকসভা আসন দুটি। অন্ধ্র, ঝাড়খণ্ড এবং দিল্লির তিনটি আসনেই বিজেপি প্রার্থী হেরেছেন। ত্রিপুরায় মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ আরও দুই বিধানসভা আসনে বিজেপি জিতেছে। চতুর্থ আসনটিতে জিতেছেন কংগ্রেসের সুদীপ রায় বর্মন। পাঞ্জাবের সংগরুতে আম–আদমি পার্টি(আপ) পরাজিত হয়েছে। শিরোমণি আকালি দলের সিমরানজিৎ সিং মান এই লোকসভা আসনে জিতেছেন। খালিস্তানপন্থি নেতা সিমরানজিৎ জেতায় বিস্ময়ের সৃষ্টি হয়েছে।