ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

ভারতে করোনা: ২৪ ঘন্টায় আক্রান্ত ১১৭৩৯, মৃত্যু ২৫

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ২৬ জুন ২০২২, রবিবার, ৬:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫৯ পূর্বাহ্ন

mzamin

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোববারের ডাটা অনুযায়ী, ২৪ ঘন্টায় সেখানে নতুন করে ১১ হাজার ৭৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব মিলে সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার ৯৭৩। এক্টিভ কেস বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ৫৭৬। এ সময়ে নতুন করে মারা গেছেন কমপক্ষে ২৫ জন। এ সংখ্যা নিয়ে করোনাভাইরাসে ভারতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৪ হাজার ৯৯৯। এ খবর দিয়েছে অনলাইন দ্য হিন্দু। মোট সংক্রমণের মধ্যে শতকরা ০.২১ ভাগ হলো এক্টিভ কেস। ২৪ ঘন্টায় সেখানে এক্টিভ কোভিড-১৯ বৃদ্ধি পেয়েছে ৭৯৭। প্রতিদিনের পজেটিভিটির শতকরা হার ২.৫৯। 

সাপ্তাহিক হিসেবে পজেটিভের হার হলো ৩.২৫ ভাগ। টিকাদান কর্মসূচির আওতায় দেশজুড়ে এখন পর্যন্ত ১৯৭ কোটি ৮ লাখ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে।

বিজ্ঞাপন
২০২০ সালের ৭ই আগস্ট সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে যায় ২০ লাখ। ২৩ শে আগস্ট ছাড়িয়ে যায় ৩০ লাখ। ৫ই সেপ্টেম্বরে এই সংখ্যা ছাড়িয়ে যায় ৪০ লাখ। ১৬ই সেপ্টেম্বর এই সংখ্যা ছাড়িয়ে যায় ৫০ লাখ। ২৮ সেপ্টেম্বর আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৬০ লাখ। ১১ই অক্টোবর ৭০ লাখ। ২৯ শে অক্টোবর ৮০ লাখ। ২০ নভেম্বর ৯০ লাখ। ১৯ শে ডিসেম্বর এক কোটির ঘর অতিক্রম করে। ৪ঠা মে এই সংখ্যা দুই কোটি ছাড়িয়ে যায়। গত বছর ২৩ শে মে ছাড়ায় তিন কোটির ঘর। এ বছর ২৫ শে মে চার কোটি ছাড়ায়।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ায় মৃতের সংখ্যা ১৪৩, সব অপরাধী গ্রেপ্তার/ যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি কানে তোলেননি পুতিন

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status