ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

দ. আফ্রিকার নৈশক্লাবে রহস্যজনকভাবে ১৭ মৃত্যু

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ২৬ জুন ২০২২, রবিবার, ৪:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১১ অপরাহ্ন

mzamin

 দক্ষিণ আফ্রিকার একটি নৈশক্লাবে রহস্যজনকভাবে মারা গেছেন কমপক্ষে ১৭ জন। দেশটির ইস্ট লন্ডন সিটিতে আজ রোববার দিনের শুরুতে আইয়োবেনি টাভার্ন ক্লাবে এসব মানুষের মৃতদেহের সন্ধান মেলে। সেখানে কয়েকজন আহত মানুষও আছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। নিউজরুম আফ্রিকা টেলিভিশন চ্যানেলকে পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার তেমবিনকোসি কিনানা বলেছেন, কি ঘটেছিল সেখানে আমরা তা জানার জন্য তদন্ত করছি। এই পর্যায়ে আমরা কোনো আন্দাজনির্ভর কথা বলতে চাই না। ইস্টার্ন কেপ প্রদেশের ওই ঘটনাস্থলে ইমার্জেন্সি সার্ভিসের বেশ কিছু সদস্য অবস্থান করছেন। রিপোর্টে বলা হয়েছে, নিহতদের মৃতদেহ দেখার জন্য তাদের আত্মীয়দের কোনো নাগাল পাওয়া যাচ্ছে না। স্থানীয়রা ওই ভেন্যুটি বন্ধ করে দেয়ার অনুরোধ করেছেন। তবে পুলিশের অন্য একটি সূত্র দাবি করেছেন, ক্লাবের ভিতর পদদলিত হওয়ার কথা শোনা গেছে।

বিজ্ঞাপন
ঘটনাস্থল থেকে উদ্ধার করে চার ব্যক্তিকে নেয়া হয়েছে হাসপাতালে। ব্রিগেডিয়ার কিনানা বলেছেন, মৃতদের বেশির ভাগই যুবক। তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা ডেইলি ডিপাচ পত্রিকাকে বলেছেন, ঘটনাস্থলে দেহগুলো এলিয়ে পড়েছিল। 
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

‌‌‘‌আমাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা নয়’‌/ আমেরিকাকে সতর্ক করলো উপসাগরীয় দেশগুলো

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status