ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

শেষের পাতা

বালাগঞ্জে ত্রাণের জন্য অপেক্ষা

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি
২৬ জুন ২০২২, রবিবার

সিলেটের বালাগঞ্জে ত্রাণের জন্য চলছে হাহাকার। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানিবন্দি পরিবারগুলো অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছেন। আশ্রয়কেন্দ্রে সরকারি-বেসরকারিভাবে শুকনো খাবার ও কিছু ত্রাণসামগ্রী দেয়া হলেও গ্রামে ত্রাণ নিয়ে কেউ যাচ্ছেন না। গ্রামের দুর্দশাগ্রস্ত মানুষ নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। উপজেলা প্রশাসন থেকে বলা হচ্ছে পর্যাপ্ত ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে এবং আরও পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে। ২২শে জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার স্বাক্ষরিত একটি তালিকায় দেখা গেছে, উপজেলায় ৫৫টি আশ্রয়কেন্দ্রে ৬১৮টি পরিবারের ২৮৪৩ জন আশ্রয় নিয়েছেন। যদিও বেসরকারি হিসাব মতে এর সংখ্যা কয়েক গুণ বেশি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে বুধবার রাতে জানানো হয়েছে- পূর্ব পৈলনপুর ও বোয়ালজুড় ইউনিয়নে সাড়ে ১৫ টন, দেওয়ান বাজার ইউনিয়নে সাড়ে ২১ টন, পশ্চিম গৌরীপুর, বালাগঞ্জ ও পূর্ব গৌরীপুর ইউনিয়নে সাড়ে ১৬ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। সরকারি বরাদ্দের নগদ ১০ লাখ টাকা থেকে ৩ হাজার প্যাকেট শুকনো খাবার ইউনিয়নগুলোতে বণ্টন করা হয়েছে।

বিজ্ঞাপন
এরসঙ্গে প্রতিটি ইউনিয়নে ৪০ হাজার করে টাকাও দেয়া হয়েছে। কিন্তু বন্যাকবলিতরা ত্রাণ সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। সরকারি তথ্য মতে বিতরণ করা এসব ত্রাণ কোথায় যাচ্ছে, কারা পাচ্ছে এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ১৭ই জুন রাতে কুশিয়ারার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে পরদিন সকালে উপজেলার শতভাগ এলাকার বসতঘর-গোয়ালঘর ও রান্নাঘর পানিতে তলিয়ে যায়। বন্যার্ত মানুষ গবাদিপশু নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও উঁচু বাড়িতে আশ্রয় নিয়েছেন। উপজেলার প্রায় ৭০ হাজার পরিবারের প্রায় ২ লাখ মানুষ ১০ দিন ধরে পানিবন্দি থাকলেও অধিকাংশ এলাকায় এখনো সরকারি বা বেসরকারি ত্রাণসামগ্রী পৌঁছায়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status